বাংলাদেশের যে কয়েকজন জনপ্রিয় মুখ রয়েছে তাঁদের মধ্যে হিরো আলমের নাম উল্লেখযোগ্য। তিনি নিজের কাজের থেকেও বেশি তাঁর শিল্পীসুলভ কান্ডকীর্তির কারণেই বেশি ভাইরাল হন। তবে, এবার কানাঘুষো শোনা যাচ্ছে তিনি নাকি বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর সদস্য হতে চলেছেন?
বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর অনেক কাণ্ডই হচ্ছে। কিন্তু, তাঁর থেকেও বড় কথা হিরো আলমের কাছে নাকি ঘনঘন ফোন আসছে উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়ার জন্য। আলম নিজেই এবার মুখ খুলেছেন। ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বারবার তাঁর কাছে ফোন আসছে।
আসলে, ঘটনা এমনই যে নুসরত ইমরোজ তিশার স্বামী ফারুকী কিছুদিন আগেই উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এদিকে, তিশা নিজেও মুজিবের বায়োপিকে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ফলে, অনেকেই এই ঘটনায় ক্ষুব্ধ। কেউ কেউ এমনও বলেছেন, যে ফারুকীর থেকে হিরো আলম এই পদের জন্য ভাল। এবং এই প্রসঙ্গে নানা কিছু বলে বসেছেন আলম।
তিনি বলেন, "হিরো আলম কথা বলতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। ফারুকী ভাই কী পারে? মানুষ কেন এই কথাটা বলছেন? ফারুকী কি ছাত্র আন্দোলনের অংশ ছিলেন? নিশ্চয় না। তাহলে এ কী করে সম্ভব? এরকম অনেক ছাত্র আছেন, আন্দোলনে শহীদ হয়েছিলেন যারা, তাদের পরিবার থেকেও তো হতে পারত?" তিনি এখানেই থামলেন না। বরং, সোজা সাপটা ভাষায় ফারুকীর ব্যর্থতার কথা তুলে ধরলেন।
তাঁর কথায়, "দেশে কোথাও দুর্যোগ হলে ফারুকীকে এক পোটলা মুড়ি নিয়ে যেতে দেখিনি। দেশের ভয়ঙ্কর পরিস্থিতিতে রাস্তায় তো বুক পেতে দিতে পারতেন। বলতে পারতেন যে গুলি ছাত্রদের বুকে না, আমাদের বুকে চালান। প্রতিবাদ করার সময় কোথায় যান এরা? জানেন তো, মুখ খুললে এদের সিনেমা নাটক সব বন্ধ হয়ে যাবে।"
একথা অনেকের জানা যে জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার একটি আসন থেকে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। পরে যদিও সেই নির্বাচন বর্জন করা হয়। হিরো আলমের কাছে উপদেষ্টা হওয়ার ফোন আসার প্রসঙ্গে তিনি বলেন, "আমার কাছে এরকম অহরহ ফোন আসছে। বলছেন, আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই। কিন্তু, চাইলেই তো সম্ভব না। আমায় উপদেষ্টা দিতে চাইলেও আমি রাজি হব না। কারণ শুরু থেকে আমায় অনেকে দেখতে পারেন না। কেউ যদি সাহস দিতেন, সাহায্য করতেন, আমি দেশের জন্য অনেককিছু করতাম। কিন্তু, এখন অনেকেই বলবে আমার যোগ্যতা নেই। তাই যোগ্যতা নেই যখন রাজনীতিতে ফেরা হবে না।"
উল্লেখ্য, একথা স্বীকার করতেই হবে দেশের অনেক পরিস্থিতিতে তিনি মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছেন। তবে, বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তাতে নানা প্রশ্ন উঠছে।