Advertisment
Presenting Partner
Desktop GIF

Himansh Kohli Marriage: ইস্কন মন্দিরে গাঁটছড়া বাঁধলেন নেহা কক্করের প্রাক্তন হিমাংশ, আপন করে নিলেন ভিনীকে...

Himansh Kohli: বউকে সঙ্গে নিয়েই সেই ছবি তিনি শেয়ার করেন। যাতে তিনি ক্যাপশন দেন, আজীবনের জন্য আমরা বন্ধনে বাঁধা পড়লাম। ভিনিকে বিয়ে করেছেন তিনি।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
himash kohli marriage

বিয়ে করলেন হিমাংশ...

 
একসময় তাঁদের সম্পর্ক চর্চায় ছিল মারাত্মক। আর, গতকাল রাতে সেই বহু চর্চিত তারকা অনন্য বিয়ে করে ফের পুরোনো গল্পের খাতা খুলে দেখতে বাধ্য করেছেন। প্রসঙ্গে অভিনেতা হিমাংশ কোহলি।

Advertisment

অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন, গায়িকা নেহা কক্কর। তাঁদের প্রেমের সম্পর্ক প্রসঙ্গে অনেকেই জানতেন। আবার বিচ্ছেদের কথাও এসেছিল প্রকাশ্যে। নেহা তো বহুদিন আগেই নিজের সংসারে এগিয়ে গিয়েছিলেন। তবে, এবার হিমাংশের পালা। গতকাল রাতেই তিনি তাঁর বিয়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন।

বউকে সঙ্গে নিয়েই সেই ছবি তিনি শেয়ার করেন। যাতে তিনি ক্যাপশন দেন, আজীবনের জন্য আমরা বন্ধনে বাঁধা পড়লাম। ভিনিকে বিয়ে করেছেন তিনি। পরনে গোলাপী রঙের পোশাক, মাথায় সেহেরা, বিয়ের সব নিয়ম পালন করেছেন তিনি। শুধু তাই নয়, গলায় পদ্মের মালা, হাসিখুশি নববধূকে সঙ্গে নিয়ে আহ্লাদে আটখানা তিনি।

কোন নিয়মে বিয়ে করলেন?

দিল্লির ইস্কনে বিয়ে করেছেন হিমাংশ এবং ভিনি। একদম সাধারণ ভাবেই বিয়ে করেছেন তাঁরা। সেখানে বেশ কিছু তারকা উপস্থিত পর্যন্ত ছিলেন। যার মধ্যে তুষার কাপুর অন্যতম। তিনি অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে, তাঁকে বিয়ে করতে দেখেই একদল ফের এবার নেহার প্রসঙ্গ তুলেছেন।

তাঁরা কেউ বলছেন, ছেলেটা নেহাকে ডাম্প করেছে শুধু ভিনিকে বিয়ে করবে বলে। আবার কেউ বললেন, যাক! রোহনপ্রীতকে পেয়ে নেহা যেমন আনন্দিত। তেমনই আপনিও এবার নতুন শুরু করছেন। আবার কেউ বললেন, যাক! সোলমেট তাহলে পেয়ে গিয়েছেন আপনি।

Bollywood Couple Bollywood Actor bollywood
Advertisment