গান না চিৎকার? বোঝা দায়। কল্যানীতে হিমেশ রেশমিয়া গান গাইলেন না চিৎকার করলেন, এটাই বুঝে পাচ্ছেন না সেখানে মানুষরা। সেই টুপি পড়া গায়ক তিনি গানের জগতের ভোল পাল্টে দিয়েছিলেন, সেই মানুষটাই যে এত খারাপ পারফর্ম করবেন সেই ধারণা কেউ পেয়েছিলেন।
নিজেদের সামর্থের বাইরে গিয়ে বেশিরভাগ টিকিট কেটে গিয়েছিলেন অনুষ্ঠান দেখতে। কিন্তু, যেটা আশা করেছিলেন সেটা যেন পাওয়া হোক না। শুধু তাই নয়, চোখের সামনে যাকে দেখলেন তাঁকে যেন চোখের দেখে হিমেশের থেকে বেশি প্রভাষকে দেখলেন। আর তাঁর সঙ্গে এত বেসুরো গান, শুনে যেন অবাক হয়ে গেলেন বেশিরভাগ।
সমাজ মাধ্যমে ঘুরছে বেশ কিছু ভাইরাল। যেখানে সত্যিই বোঝা দায়, হিমেশ রেশামিয়ার হলটা কী? যে পোস্টটি সমাজ মাধ্যমে ঘুরছে, সেটিতে লেখা... "ছোটবেলায় যার গান আমাদের মাতিয়ে তুলতো, যার টুপি পরে performance আমাদের stage কাঁপিয়ে দিত, সেই #himeshreshammiya কল্যাণী তে কাল এসেছিলো। এত ভালো একজন গায়ক, এত ভালো সঙ্গীত পরিচালক, তিনি গানের lyrics ভুলে যাচ্ছিলেন। কোনো প্রস্তুতি নেন নি stage show করার মতন। এত ভালো নামি একজনের performance, তাতেও এত বাজে একটা orchestra। "And Now", "Are you ready?", "Boys", "Girls", এগুলো কানে বাজছে এখনও।"
সঙ্গে সঙ্গে সেই পোস্টটিতে হতাশার কথাও আরও বেশি করে লেখা। যে মানুষটি কাজ করেছেন এত, এত ভাল ভাল দির দিয়েছেন যিনি, তিনি আজ এরকমভাবে কী করে গাইতে পারেন। আরও সেই পোস্টে লেখা, "আশা রাখবো আগামীতে ভালো প্রস্তুতি নিয়ে show করবেন। আর আপনি ভালো ভালো গান যেমন আগেও করেছেন, এখনও করবেন, সঙ্গীত পরিচালক হিসেবে আপনি অনবদ্য কাজ করেছেন, করতে থাকুন। আমরা আবার মেতে উঠবো নতুন গান নিয়ে। তবে কল্যাণীর বুকে মানুষ এতটা হতাশ কখনও হয়নি।"
আবার সেই পোস্টে এমন কিছু মন্তব্যও চোখে পড়ল, যেখানে সেই অনুষ্ঠানে উপস্থিত অনেকেই লিখলেন, এতটা খারাপ হবে আশা করিনি। আবার কেউ বললেন, উনার থেকেও বেশি খারাপ উনার হ্যান্ডসরা। যেসব লোকজনরা বাজনা বাজাচ্ছিলেন, তাঁরা বেশি খারাপ। আবার কারওর কথায়, আর ইউ রেডী এবং রাইট নাও বলে বলে যেভাবে কান ঝালপালা করে দিলেন, বাপরে! কিন্তু, কেউ কেউ আবার তাঁদের আবেগকে সামনে দেখেই আনন্দ পেয়েছেন তাঁরা। আবার তাঁরা এমনটাও মনে করেছেন, যে হয়তো না পরের অনুষ্ঠানটা তিনি দুর্দান্ত করবেন।