/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/himesh-reshammiya-759.jpg)
বিয়ের পর ফের অভিনয় জগতে ফিরে এলেন হিমেশ রেশমিয়া। পরিচালক রাজেশ শেঠির পরিচালনায় রোমান্টিক ছবি 'ম্যায় যাহাঁ রহু' তে অভিনয় করতে দেখা যাবে তাকে। সম্ভবত ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। রেশমিয়ার সঙ্গে জোট বেঁধে বলিউডে ডেবিউ করছেন পরিচালক।
উল্লেখ্য, হিমেশ রেশমিয়ার গানের কথাই ছবির নাম। অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফের 'নমস্তে লন্ডন' ছবিতে "ম্যায় যাহাঁ রহু" গানটি গেয়েছিলেন হিমেশ।
ট্রেড অ্যানালিটিক্স তরণ আদর্শ টুইটারে ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, "হিমেশ রেশমমিয়াকে দেখা যাবে প্রেমের গল্পে। বর্তমানে চলছে ছবির কাজ। রাজেশ শেঠি যশ চোপড়ার সঙ্গে জোট বেঁধে পরিচালনা করছেন এই ছবি। "
Himesh Reshammiya announces love story... Titled #MainJahanRahoon
... Starring Himesh, who is currently undergoing acting workshops... Directed by Rajesh Sethi ... Here's the first look of the film: pic.twitter.com/rnMW0fEQTz — taran adarsh (@taran_adarsh) April 1, 2019
তিনি আরও বলেন, 'নমস্তে লন্ডন' ছবিতে ম্যায় যাহাঁ রহু গানটিতে কথা দিয়েছিলেন জাভেদ আখতার। এই ছবির পর আরও সাতটি গান রেকর্ড করতে দেখা গেছে হিমেশকে। চলতি বছরে যশজির জন্মদিনের দিন (২৭ সেপ্টেম্বর) মুক্তি পাবে ছবিটি।
#MainJahanRahoon marks the collaboration of Himesh and lyricist Javed Akhtar, after #NamasteyLondon... Will have seven songs
... Filming begins 27 Sept 2019 in Delhi and UK... 2020 release. — taran adarsh (@taran_adarsh) April 1, 2019
হিমেশ রেশমিয়া, সেনা অফিসার বিষ্ণু শ্রেষ্ঠার বায়োপিকের অভিনয় করেছেন। যিনি একাত্তরে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে লড়াই করেছিলেন। বায়োপিক ছাড়াও,আরও বেশ কিছু ছবিতে কাজ করছে বলেও জানা যাচ্ছে।
Read the full story inEnglish