হাতে স্যালাইন জলের প্যাকেট, অন্যহাতে রক্তের পাউচ - হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে চলেছেন এমন এক যোদ্ধা, যাকে নিয়ে গর্ব না করলেই নয়। এমন একটা মানুষ, যার সাহসিকতা নিয়ে গল্প লেখা যেতে পারে। ক্যানসারের মত মারণ রোগকেও যে পরোয়া না করেই জীবনের এমন কিছু কথা তিনি শেয়ার করতে পারেন, যা অতুলনীয়।
প্রসঙ্গে হিনা খান। অভিনেত্রী, তাঁর ক্যানসারের বিরুদ্ধে যে লড়াই, তাঁর প্রতিটা অধ্যায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। প্রথম দিনের কেমো থেকে চুল উঠে যাওয়া বন্ধ করতে যখন নিজেই নিজের চুল কেটে ফেললেন, প্রতিটা স্তরে এতটা শক্ত কোনও মানুষের পক্ষে থাকাটাও যেন একটা অন্যরকম সাহসের দরকার। হিনা যেভাবে মোকাবিলা করেছেন সেই সব দিনের...
তাঁর মধ্যেই নিজের কাজ করে গিয়েছেন। দেখা গিয়েছিল মণীশ মালহোত্রার ফ্যাশন শোয়ে। হিনার সঙ্গে বারবার হাসপাতালে দেখা করতে গিয়েছেন ক্যান্সার ওয়ারিয়রদের অনেকেই। তাঁর মধ্যে মহিমা চৌধুরী, এমনকি তাহিরা কাশ্যপ, সোনালী বেন্দ্রে উল্লেখযোগ্য। আর আজ, যখন ধীরে ধীরে সুস্থতার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন, তখন সেই আপডেট পর্যন্ত শেয়ার করলেন তিনি।
করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। হাতে ধরে রেখেছেন মেডিকেটেড সব জিনিস, কিন্তু নিজের পায়ের জোর বজায় রেখেছেন তিনি। অভিনেত্রী সেই ছবি শেয়ার করেই সমাজ মাধ্যমে লিখেছেন, "নিজেকে সুস্থ করছি। সুস্থতার এই করিডোর দিয়ে যাওয়ার পথে এক উজ্জ্বল দিকে এগিয়ে যাচ্ছি। একবারে একটাই পদক্ষেপ নিচ্ছি। আপনাদের জন্য শুধুই কৃতজ্ঞতা। আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই পর্যন্ত।"
যেদিন থেকে হিনা ক্যানসারে আক্রান্ত হয়েছেন, সেদিন থেকেই তিনি প্রচুর মানুষের ভালবাসা পেয়েছেন। শুধু তাই নয়, তাঁর হয়ে অনেকেই মন্দির থেকে মসজিদে প্রার্থনা করেছেন। তাঁর সুস্থতার কামনায় তাঁরা ঈশ্বরের কাছে পৌঁছে গিয়েছেন। যদিও বা, আজ তিনি অনেকটাই সুস্থ। ধীরে ধীরে ক্যানসারকে যে বুড়ো আঙুল দেখাবেন, সেকথাও নিশ্চিত।