Hina khan Ramadan: ক্যানসারকে সঙ্গী করেই নির্জলা রোজা পালন, পরিবারের সঙ্গে ইফতারের মুহূর্ত ভাগ করলেন হিনা খান

Ramadan 2025: ক্যানসারের চিকিৎসা চলছে। তার মাঝেই রোজা পালন করছেন অভিনেত্রী হিনা খান। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত ভাগ করে নিলেন। সালোয়ার কামিজে হিনার লুকের স্নিগ্ধতায় মুগ্ধ অনুরাগীরা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 পরিবারের সঙ্গে ইফতারের মুহূর্ত ভাগ করলেন হিনা খান

পরিবারের সঙ্গে ইফতারের মুহূর্ত ভাগ করলেন হিনা খান

Ramadan 2025 Hina Khan: হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও অটুট মনোবল। কঠিন অস্ত্রোপচারের পরও কর্মজগৎ থেকে বিরত থাকেননি। নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চাও করছেন। মনের মানুষ রকির সঙ্গে ছুটি কাটানোর সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় হিনা।  জীবনের সুখ-দুঃখ ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

Advertisment

শরীরে ক্যানসারের মতো মারণরোগ থাবা বসালেও আনন্দ-উৎসব থেকে কিন্তু, মোটেই বিমুখ নন তিনি। নিয়ম মেনে রোজা পালন করছেন অভিনেত্রী হিনা খান। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তটাও ভাগ করে লিখেছেন, 'রমজান মুবারক। আমাকে কেমন দেখতে লাগছে? প্রথমদিনে শেরি টু ইফতারের জার্নি। আল্লাহমুদিল্লাহ। সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো।' ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুরের বাটি হাতে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ইফতারের জন্য তিনি প্রস্তুত। 

Advertisment

পরনে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে হিনায় মুগ্ধ ভক্তরা। নিজের হাতে ফুল দিয়ে ঘর সাজাচ্ছেন অভিনেত্রী। টেবিলে সাজানো বাহারি খাবারের পসরা। মায়ের সঙ্গে অভিনেত্রী হিনা খানের ইফতার পালনের মুহূর্ত দেখে হিনাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। ইনস্টা হ্যান্ডেলে জিমে গিয়ে শরীরচর্চার একটি ছবিও শেয়ার করেছিলেন হিনা। উপোস করেও রোজা পালনের মাঝেও নিয়মিত জিমে যাওয়ার অভ্যাসে বদল আনতে চান না হিনা। 

ছবি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, 'আমি ডেইল রুটিন মেনে চলার চেষ্টা করিছ। ধীরে ধীরে সহজভাবে জীবনের মূল স্রোতে ফিরতে চাইছি। রমজান পালনের প্রথম দিন...তোমরা সবাই কেমন আছ?' ইনস্টার মাধ্যমে হিনা তাঁর ভক্তদের কাছে জানতে চান, তাঁরাও কি উপবাস করছেন? কঠিন অস্ত্রোপচারের পর হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না হিনার। সেই পথ অতিক্রম করা মোটেই সহজ ছিল না। জিমে ওয়ার্কআউট সেশনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, 'এটা বজায় রাখা খুব কঠিন ছিল। বিশেষ করে কঠিন অস্ত্রোপচারের পর। তবুও আমি হাল ছাড়িনি।' 

প্রসঙ্গত, গুগল সার্চে প্রথম ১০-এর তালিকায় রয়েছেন টেলি অভিনেত্রী হিনা খান। একজন অভিনেত্রীর কাছে এটি নিঃসন্দেহে দারুণ খবর। কর্মক্ষেত্রে এটা একটি অ্যাচিভমেন্ট। কিন্তু, হিনার কাছে এটা সেইরকম কোনও বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার নয় বা বিরাট প্রাপ্তিও নয়। হিনার মতে, তিনি ক্যানসারের মতো কঠিন রোগে আক্রান্ত বলেই গুগল সার্চে প্রথম ১০-এর তালিকায় রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে হিনা জানিয়েছিলেন, তিনি যদি ক্যানসার আক্রান্ত না হতে তাহলে এই তালিকায় হয়তো তাঁর নাম থাকত না। সেই সঙ্গে আরও লিখেছেন, শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে কাউকে যেন কোনওদিন এভাবে গুগল সার্চে প্রথম ১০-এ থাকতে না হয়। 

Ramadan hina khan Hindi Television Hindi Song ramadan-mubarak hindi serial