/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/hina-khan-canne-feature.jpg)
রেড কার্পেটে মোহময়ী হিনা খান। ফোটো- সোশাল মিডিয়া
বুধবার টেলিভিশন অভিনেতা হিনা খান ডেবিউ করলেন জনপ্রিয় আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে। চমকপ্রদ সোনালী গাউনে রেড কার্পেট মাতালেন তিনি। কান ২০১৯এর শর্ট ফিল্ম লাইনসের রেড কার্পেট মাতালেন হিনা খান। ভারত থেকে প্রসূন যোশী ও একতা কাপুরের সঙ্গে আমন্ত্রিত ছিলেন হিনা। এত কিছুর মাঝেই রকির সঙ্গে ছোট্ট ছুটিও কাটালেন প্যারিসে। দেখলেন আইফেল টাওয়ার।
View this post on Instagram#Cannes2019 The picture is just not “a” picture. #GodsSign #ShiningStar @festivaldecannes
A post shared by Hina Khan (@realhinakhan) on
১৪ মে থেকে ৭২ তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব শুরু হবে। চলবে ২৫ মে পর্যন্ত। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই বচ্চন, সোনম কাপুররা কাঁপিয়েছেন কানের মার্জার সরণী। হিনা খান ছাড়াও পরিচালক ও কম্পোজার ভিগনেশ শিভনও পৌঁছে গিয়েছিলেন কানে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/hina-khan-in-line.jpg)
আরও পড়ুন, মাধুরীর ছবিতে ছিলেন নওয়াজ, দর্শক চিনতেনই না
অভিনেতা কাশ্মিরা শাহকেও বেশকিছু দিন ধরে দেখা যায় কানের রেড কার্পেটে। তিনি সোশাল মিডিয়ায় বলেছিলেন, ''২০১৯ কানে আমার প্রথমবার। কোনওদিন অভিনেতা হিসাবে এখানে আসিনি কিন্তু সেই এলাম তাও পরিচালক হিসাবে। আমি আমার ছবিকে কানে আনিনি ছবি আমাকে এখানে নিয়ে এল''। এছাড়া মল্লিকা শেরাওয়াতকেও দেখা গিয়েছে কান-এ।
Read the full story in English