/indian-express-bangla/media/media_files/2025/08/29/hina-2025-08-29-17-50-50.jpg)
কী বললেন হিনা?
মুনাওয়ার এবং সোনালী বেন্দ্রে সঞ্চালিত নতুন পারিবারিক অনুষ্ঠান "পতি পত্নী অর পাঙ্গা" আগস্ট মাস থেকে সম্প্রচারিত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রোমোতে নবদম্পতি হিনা খান এবং রকি জয়সওয়াল-কে দেখা গিয়েছে, যেখানে তারা নিজেদের মধ্যে, সাধারণত কোন বিষয়গুলি নিয়ে মতবিরোধ হয় তা আলোচনা করছেন। তবে আসল আকর্ষণ ছিল রকির মা লতা জয়সওয়াল, যিনি খোলাখুলিভাবে জানালেন, বউ হিনা-রও কিছু ত্রুটি রয়েছে।
প্রোমোর শুরুতেই লতা বলেন, “আমি সারাদিন নানারকম রান্না করি। কিন্তু খাবারের টেবিলে বসে হিনা বলে দেয়, কোনটাতে কী কম, আর কোনটাতে কী বেশি! অথচ রান্নাঘরের কাজ বা মশলার ব্যাপারে তার তেমন জ্ঞান নেই।” এ কথা শুনে হিনার মুখ লজ্জায় লাল হয়ে যায়, আর আশপাশের সবাই হেসে ওঠেন। কেউ মজা করে বলেন, ‘আপনি তো শাশুড়ি’, তখন লতা হেসে জবাব দেন, “হ্যাঁ তাই তো, তাই বলে, ওর সঙ্গে ঝগড়া করতে যাব?”। মুহূর্তটি দেখে উপস্থিত সকলে, বিশেষত রকি, হেসে কুটিপাটি হন।
হিনা এবং রকি দীর্ঘ ১১ বছর প্রেম করার পর এ বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ক্যান্সারের সময় হিনার পাশে দাঁড়ানোর জন্য রকিকে আগেও একাধিকবার ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। অনুষ্ঠানের প্রিমিয়ারে হিনা বলেন, “এই সময়টা একেবারেই সহজ ছিল না। জীবন আমাকে এমনভাবে পরীক্ষা নিয়েছে, যা আমি কল্পনাও করিনি। তবুও রকি কখনও আমার পাশ ছাড়েনি। তার নিজের কাজ, স্বাস্থ্য কিংবা শান্তির কথা না ভেবে সে শুধু নিশ্চিত করেছে আমি ভালো আছি। সবাই এমন সমর্থন পায় না।”
রকির এই নিরলস সমর্থন আরও তাৎপর্যপূর্ণ, কারণ ক্যান্সার ধরা পড়ার পর ইন্ডাস্ট্রির অনেকেই হিনার থেকে দূরে সরে গিয়েছিলেন। নতুন অনুষ্ঠানটি সম্পর্কে হিনা বলেন, “এই ঘটনার পর এটি আমার প্রথম কাজ। আমি জানি, অনেকেই দ্বিধায় ছিলেন আমাকে নিয়ে, সেটা স্বাভাবিকও বটে। কিন্তু আমাকে সেই প্রথা ভাঙতে হবে। হয়তো এই শো তা করবে। গত এক বছরে কেউ আমাকে ফোন করেনি, তাই এখন আমি সব ধরনের কাজের জন্য প্রস্তুত। শুধু সুযোগের অপেক্ষায় আছি।”