Hina Khan: ক্যানসারই কেড়ে নিল সৌন্দর্য, হিনা খানের আরও আত্মত্যাগ চোখে জল আনবে...
Hina Khan Cancer: বালিশে, চাদরে এদিকে ওদিকে পড়ে রয়েছে চুল। এর আগে, তাঁর মা ডুকরে কেঁদে উঠেছিলেন তাঁর চুল কাটা দেখে। মেয়েকে জড়িয়ে নিয়েছিলেন আদরে। কিন্তু, হিনা ভীষণ মানসিকভাবে শক্ত একজন মানুষ। তাই তো, এই রোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন....
Hina Khan Cancer- ক্যানসারে ভয়ঙ্কর অবস্থা হিনার...
হিনা খানকে নিয়ে এখন চর্চার শেষ নেই। অভিনেত্রীর ক্যানসার হওয়ার পর থেকে তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। চুল পড়ে যাওয়ার থেকে রক্ষা পেতেই একবার তিনি নিজেই সেটি ছোট করে দেন। তবে এবার...
Advertisment
বালিশে, চাদরে এদিকে ওদিকে পড়ে রয়েছে চুল। এর আগে, তাঁর মা ডুকরে কেঁদে উঠেছিলেন তাঁর চুল কাটা দেখে। মেয়েকে জড়িয়ে নিয়েছিলেন আদরে। কিন্তু, হিনা ভীষণ মানসিকভাবে শক্ত একজন মানুষ। তাই তো, এই রোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন। শরীরে কষ্টর অন্ত নেই। কিন্তু, তিনি হাল ছেড়ে দেওয়ার পাত্রী না।
আর এবার তো, পুরো চুলটা কেটে ফেলে সহজ ভাষায় ন্যাড়া হয়ে গেলেন তিনি। অভিনেত্রী, সেই ভিডিও আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায়। একদম গোড়া থেকে চুল তুলে ফেলতে দেখা যায় তাঁকে। তিনি এই ভিডিওতে লিখছেন...
"আমার ছোট চুল সবসময়ই খুব পছন্দ, কিন্তু কোনোদিন এরকম কিছু করা হয়নি। যদিও বা, ছোট চুলের এই ফেজ বেশিদিন আমি উপভোগ করতে পারব না। কুল লাগছিল নিজেকে। তবে, এই পিক্সি লুক যখন করেছিলাম, তখন আমার মনে হয়েছিল, এটাই শেষ। আশা করছি, যখন চুল বড় হয়ে আবার ফিরে আসবে, তখন সুন্দর লাগবে। কিন্তু, এখনের মত, বিদায়!..."
অভিনেত্রী আরও লিখছেন, "পিক্সি বিদায় বলে দিয়েছে। জীবনের অন্যতম কঠিন সময়কে সহজ করতেই এই সিদ্ধান্ত। নারীরা মনে রাখবেন, আমাদের শান্ত স্বভাব এবং ধৈর্য কিন্তু আসল অস্ত্র। আমরা যদি মন থেকে কিছু করতে চাই, তাহলে সেটা হবেই। কেউ আটকাতে পারবে না।"
উল্লেখ্য, হিনা খান বেশ কিছু সিরিয়ালের পাশাপাশি বিগ বসের ঘরেও বেশ জনপ্রিয় মুখ। এছাড়াও, অভিনেত্রী এই শরীরেই হাসপাতাল এবং ইভেন্ট দুটোই অ্যাটেন্ড করছেন। শুট সেরে ফিরেই নিজের চেহারার খেয়াল রাখছেন। কেমো থেরাপির আওতায় এখন তিনি। নানা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।