Hina Khan: হিনার সামনে এই কাজ ভুলেও করেন না, কীভাবে তার ক্ষত সারিয়ে তুললেন সঙ্গী রকি?

Hina Khan-Cancer: সেই বিগ বসের ঘর থেকে তাঁদের বন্ধুত্ব প্রেমে রুপান্তরিত হয়। এবং যখন হিনার সবথেকে বেশি তাঁকে দরকার ছিল ঠিক সে সময়েই আদর্শ পার্টনারের ভুমিকা পালন করেছেন তিনি।

Hina Khan-Cancer: সেই বিগ বসের ঘর থেকে তাঁদের বন্ধুত্ব প্রেমে রুপান্তরিত হয়। এবং যখন হিনার সবথেকে বেশি তাঁকে দরকার ছিল ঠিক সে সময়েই আদর্শ পার্টনারের ভুমিকা পালন করেছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
hina khan - cancer, hina khan news

HIna Khan: সঙ্গীকে নিয়ে কী বললেন হিনা? Photograph: (Instagram)

Hina Khan-Bollywood: হিনা খান সেলিব্রিটি মাস্টারশেফ ইন্ডিয়ার সর্বশেষ পর্বে ক্যান্সারের লড়াইয়ের সময় তার সঙ্গী রকি জয়সওয়ালের অবিচল সমর্থনের কথা প্রকাশ করেছেন। স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করা খান জানিয়েছেন, 'জয়সওয়াল কখনও তাঁর সামনে কাঁদেন না।'

Advertisment

সেই বিগ বসের ঘর থেকে তাঁদের বন্ধুত্ব প্রেমে রুপান্তরিত হয়। এবং যখন হিনার সবথেকে বেশি তাঁকে দরকার ছিল ঠিক সে সময়েই আদর্শ পার্টনারের ভুমিকা পালন করেছেন তিনি। শুধু তাই নয় মানসিকভাবে তার পাশে থাকার সঙ্গে সঙ্গে মনে সাহস জুগিয়েছেন। হিনা বারবার নিজের সমাজ মাধ্যমে রকিকে নিয়ে নানা কিছু পোস্ট করেছিলেন। তাই এবার সেলিব্রিটি মাস্টারশেফের মঞ্চে গিয়ে তিনি আরও অনেক কিছু বললেন। 

"আমার যাত্রা প্রসঙ্গে মানুষ এটুকুই জানেন যে আমার ক্যানসার হয়েছে। এর চেয়ে বেশি কেউ জানে না। এর পরে, সময়ে সময়ে, ২-৩ মাসের মধ্যে, আমরা আমার সম্পর্কে, আমার স্বাস্থ্য সম্পর্কে, আমার শরীর সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আমার গায়ে দাগ আছে। আমার অস্ত্রোপচারের চিকিৎসা করা হয়েছে। অনেক কিছু ঘটে গেছে।" আর এই সময়গুলোতে যে রকি অনেককিছু করেছিলেন তার জন্য সেকথা জানান প্রকাশ্যে। 

Advertisment

হিনার কথায়, "রকিই সেই ব্যাক্তি যে আমার ক্ষতগুলোকে ঢেকে দিয়েছে, কষ্ট কমিয়েছে। সে আমার চেয়ে বেশি নিবিড়ভাবে ক্ষতগুলোকে দেখতে থাকে। ও আমায় জিজ্ঞেস করে, 'আজ কেমন লাগছে? আগের থেকে ভাল আছে?' আমার নিজের সেদিকে তাকানো কঠিন, কিন্তু সে তালিয়ে থাকে। ওর মনে হয় না কিছুই। ও বাথরুমে যায়, কাঁদে এবং ফিরে আসে। সে আমার সামনেও কাঁদে না। ও আমাকে আগের চেয়ে আরও বেশি ভালবাসতে শুরু করেছে। এই মহাবিশ্বের প্রতিটি মেয়ে তার মতো সঙ্গী যেন পেতে পারে, আমি এই কামনা করছি।"  

হিনা, রোগ নির্ণয়ের প্রথম দিন থেকেই দারুণ শক্ত ছিলেন। এত বড় একটি রোগ তাঁকে থামিয়ে রাখতে পারেনি। বরং হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি নানা অনুষ্ঠানে গিয়েছেন। তার থেকেও বড় কথা, মানুষ তার সাহসের প্রশংসা করেছেন। রকি হিনা খানের শক্তির প্রশংসা করে বলেছিলেন, "আমার মনে হয় না, এরম মানুষ যার এত সাহস, আমি আগে দেখেছি বলে।" 

hina khan bollywood Bollywood News bollywood actress