Advertisment
Presenting Partner
Desktop GIF

Hina Khan: ক্যানসারের কোপে কাবু, সার্জারির পর প্রবল যন্ত্রণায় কাতরাচ্ছেন হিনা খান!

Hina Khan - Cancer: হিনা নিজে ব্রেস্ট ক্যানসার নিয়ে ভুগছেন। অভিনেত্রী, বর্তমানে ভর্তি হাসপতালে। সূত্রের খবর, তাঁর ব্রেস্ট ক্যানসার সার্জারি করা হয়েছে। আর সেখান থেকেই যে অসহনীয় কষ্ট সহ্য করছেন তিনি তার একটি ঝলক দেখালেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
হিনা খান, হিনা খানের ক্যানসার, hina khan, hina khan news, hina khan cancer, hina khan news, hina khan health, cancer news, hina khan updates

hina khan news- হিনা খানের শরীর এখন কেমন?

হিনা খান অসুস্থ। তিনি স্টেজ ৩ ক্যানসারে ভুগছেন। শুধু তাই নয়, দিনের পর দিন নতুন কিছু শারীরিক কষ্টের শিকার হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নিজের আপডেট শেয়ার করছেন তিনি। আর এবার তো..

Advertisment

ক্যানসার, নিতান্তই আর পাঁচটা রোগের মতো সাধারণ নয়। শরীরের সবকিছু উল্টে পাল্টে রেখে দিতে পারে এই মারনরোগ। হিনা নিজে ব্রেস্ট ক্যানসার নিয়ে ভুগছেন। অভিনেত্রী, বর্তমানে ভর্তি হাসপতালে। সূত্রের খবর, তাঁর ব্রেস্ট ক্যানসার সার্জারি করা হয়েছে। আর সেখান থেকেই যে অসহনীয় কষ্ট সহ্য করছেন তিনি তার একটি ঝলক দেখালেন। একেই তো তাঁর মা এই খবরে একদম ভেঙে পড়েছেন। তাঁর পাশাপাশি নিজের চুল কেটে ফেলে মাকে চূড়ান্ত কষ্ট দিয়েছেন।

আর এবার, প্রতিটা মুহূর্তের কষ্ট সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। তিনি লিখছেন... "প্রতিমুহূর্তে যন্ত্রণা ভোগ করছি, হ্যাঁ! প্রতি মুহূর্তে। প্রতিটা সেকেন্ড। মানুষ মনে করছে আমি হাসছি! কিন্তু, না, যন্ত্রণা হচ্ছে। এই মানুষটা আগে বলেনি যে তার কষ্ট হচ্ছে? কিন্তু হ্যাঁ! এই যন্ত্রণা আমার সঙ্গে রয়েছে।"

publive-image

আরও পড়ুন - Hina Khan: মেয়ে মারণরোগে আক্রান্ত! হিনার ক্যানসারের কথা শুনেই বুক কেঁপে উঠল মায়ের, জড়িয়ে নিলেন সন্তানকে…

এখানেই শেষ নয়! তাঁর এই কঠিন লড়াইয়ে পাশে রয়েছেন হাসপাতালের সদস্যরাও। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি তিনি। সেখানের তরফে পেয়েছেন একটি শুভেচ্ছাবার্তা। যেখানে লেখা, হিনা, আমরা জানি এই সার্জারি আপনার জন্য মোটেই সহজ না। আপনি সম্পূর্ন সুস্থ হওয়ার পথে। আশা করছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ভাল থাকুন।

উল্লেখ্য, হিনা খান কিছুদিন আগেই তাঁর কেমোথেরাপি নিয়ে তথ্য দিয়েছিলেন। চুল ওঠার আগে নিজেই তা কেটে ফেলেছিলেন। সেই তথ্য শেয়ার করে তিনি বলেছিলেন, মাকে সামলানো খুব মুশকিল হয়ে গিয়েছিল। কিন্তু নিজে শক্ত থেকে যেন আর সামলাতে পারছেন না তিনি।

tollywood bollywood hina khan Entertainment News
Advertisment