Rozlyn Khan Slams Hina Khan: টেলি অভিনেত্রী হিনা খান নাকি স্তন ক্যানসারের তৃতীয় স্তরে আক্রান্তই নন। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে হিনা খানের মেডিক্যাল রিপোর্টের ছবি শেয়ার করে দাবি করেছিলেন রোজলিন খান। তিনি নিজেও ক্যানসারের চতুর্থ স্তরে রয়েছেন। ২০ ফেব্রুয়ারি রিপোর্ট শেয়ার করে রোজলিন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে লিখেছিলেন, হিনা খান ক্যানসারের দ্বিতীয় স্তরে রয়েছেন। স্তন ক্যানসারের তৃতীয় স্তরের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। লাইমলাইটে থাকতেই হিনা মিথ্যার আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ করেন রোজলিন খান।
পবিত্র রমজান মাসেও ফের হিনার প্রতি আক্রমণাত্মক অভিনেত্রী। জিমে গিয়ে শরীরচর্চা, রোজা পালনের ছবি পোস্ট করতেই ফের হিনাকে কটাক্ষ রোজলিনের। তাঁর দাবি, একজন ক্যানসার আক্রান্ত মানুষ কখনও নির্জলা উপবাস করতে পারে না। বিশেষ করে রমজানের সময় ১২ থেকে ১৪ ঘণ্টার এই কঠিন উপবাস। ইনস্টা স্টোরিতে নাম না করেই হিনাকে খোঁচা রোজলিনের। রোজলিনের মতে, 'কোনওরকম খাবার বা জল ছাড়া মুসলিমদের এই উপোস ১৩ থেকে ১৪ ঘণ্টা করতে হয়। এটা খুব কঠিন উপবাস। সুস্থ মানুষই অনেকসময় এই উপোস করতে পারে না। আর এই সময় জিমে যাওয়া তো সম্ভবই নয়।'
/indian-express-bangla/media/post_attachments/2666ad6e-200.jpg)
আরও লেখেন, 'সন্ধ্যায় ইফতারের পর সম্ভব হলেও হতে পারে। কেমোথেরাপি বা ক্যানসার আক্রান্তদের যে ধরনের থেরাপি চলে সেইসময় উপোস করা কোনওভাবেই সম্ভব নয়। ক্যানসারের ওষুধ অত্যন্ত কড়া ডোজের। এই সময় ভাল খাবারের প্রয়োজন। শরীরে কোনওভাবেই জলের অভাব হতে দেওয়া যায় না। তাহলেই ডিহাইড্রেশন হয়ে মাসলে ব্যথা শুরু হয়ে যাবে। এবছরও আমি উপোস করতে পারিনি। আল্লাহ আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন।'
এদিকে তো নিয়ম মেনে রোজা পালন করছেন অভিনেত্রী হিনা খান। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তটাও ভাগ করে লিখেছেন, 'রমজান মুবারক। আমাকে কেমন দেখতে লাগছে? প্রথমদিনে শেরি টু ইফতারের জার্নি। আল্লাহমুদিল্লাহ। সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো।' ইনস্টা হ্যান্ডেলে জিমে গিয়ে শরীরচর্চার একটি ছবিও শেয়ার করেছিলেন হিনা। উপোস করেও রোজা পালনের মাঝেও নিয়মিত জিমে যাওয়ার অভ্যাসে বদল আনতে চান না বলেই দাবি করেছেন হিনা। ছবি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, 'আমি ডেইল রুটিন মেনে চলার চেষ্টা করিছ। ধীরে ধীরে সহজভাবে জীবনের মূল স্রোতে ফিরতে চাইছি। রমজান পালনের প্রথম দিন...তোমরা সবাই কেমন আছ?'