Advertisment
Presenting Partner
Desktop GIF

তিন দিনেই চিনা বক্স অফিসে সেঞ্চুরি ইরফান খান অভিনীত হিন্দি মিডিয়ামের, আয় ১০২.২৯ কোটি টাকা

ইরফান খান অভিনীত ছবি হিন্দি মিডিয়াম  চিনে বলিউডি সাফল্যের মুকুটে নতুন এক পালক জুড়ল।  এর আগেও হিন্দি ছবি মুক্তি পেয়েছে চিনে, ব্যবসাও করেছে প্রচুর। তবে হিন্দি মিডিয়াম যত দ্রুত সাফল্য এনেছে, তেমনটা এর আগে দেখা যায়নি। 

author-image
IE Bangla Web Desk
New Update
Hindi Medium collects Rs 102.29 crore in 3 days

হিন্দি মিডিয়াম,তিন দিনে আয় ১০২.২৯ কোটি টাকা

ইরফান খান অভিনীত ছবি হিন্দি মিডিয়াম  চিনে বলিউডি সাফল্যের মুকুটে নতুন এক পালক জুড়ল।  এর আগেও হিন্দি ছবি মুক্তি পেয়েছে চিনে, ব্যবসাও করেছে প্রচুর। তবে হিন্দি মিডিয়াম যত দ্রুত সাফল্য এনেছে, তেমনটা এর আগে দেখা যায়নি। আমির খানের দঙ্গল এবং সলমনের বজরঙ্গি ভাইজান, এ দুটি ছবিই সাড়া ফেলেছিল চিনা বক্স অফিসে। এবার সে তালিকায় জুড়ল হিন্দি মিডিয়াম। হিন্দি মিডিয়াম ২০১৭ সালে সেরা ছবির তালিকার মধ্যেই ছিল । প্রচুর সমালোচনা এবং প্রশংসা কুড়িয়েছিল এই ছবি। সেরা সিনেমা হিসেবে অনেক পুরস্কারও নিজের ঝুলিতে ভরেছিল হিন্দি মিডিয়াম। এ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতর সম্মানও পেয়েছিলেন ইরফান খান।

Advertisment

আর এবার সাফল্য এল চিনে। ৪ এপ্রিল সে দেশে মুক্তি পাওয়ার পরেই, দারুণ ব্যবসা করেছে হিন্দি মিডিয়াম। চিনের দর্শকরা এ ছবি কতটা পছন্দ করেছেন তা অঙ্কের হিসেবেই পরিষ্কার। মুক্তির মাত্র তিনদিনের মধ্যে ১০০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। পাকিস্তানি অভিনেত্রী সাবা কুমার বলিউডে আত্মপ্রকাশ করেছেন এই ছবির মাধ্যমেই। শুধু তৃতীয় দিনেই ৬.০৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছ হিন্দি মিডিয়াম।  তিন দিনে ছবির মোট আয় ১৫.৫ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় আয়ের পরিমাণ ১০২.২৯ কোটি টাকা।  চিনের বক্স অফিসে হিন্দি মিডিয়ামের অসাধারণ সাফল্য দেখে ট্যুইট করেছেন সিনিয়র ট্রেড বিশ্লেষক তরণ আদর্শ

সপ্তাহান্তে ভালো ব্যবসা হিন্দি মিডিয়ামের জন্য অত্যন্ত খুশির খবর। অর্থাৎ আশা করা যায় হিন্দি মিডিয়াম বক্স অফিসে আরও কিছুদিন ভালভাবেই থেকে যাবে। আর চিনের বক্স অফিসে সলমন খানের বজরঙ্গি ভাইজানের মোট ব্যবসাকেও ছাড়িয়ে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, এই ছবিতে ভারতের শিক্ষাব্যবস্থা হিন্দি মিডিয়াম ছবির বিষয়বস্তু। বাংলা ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের রামধনু ছবি থেকে হিন্দি মিডিয়াম অনুপ্রাণিত বলে দাবি করেছিলেন পরিচালকরা।

hindi medium Irrfan Khan
Advertisment