বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি পেলে সর্বনাশ! 'পাঠান' প্রসঙ্গে ফোঁস করে উঠলেন প্রযোজক

হিন্দি ছবির কারণে ধ্বংস হয়েছে নেপালের সিনেমা, তাই বাংলাদেশ নিয়ে চিন্তিত প্রযোজক!

হিন্দি ছবির কারণে ধ্বংস হয়েছে নেপালের সিনেমা, তাই বাংলাদেশ নিয়ে চিন্তিত প্রযোজক!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah rukh khan, SRK, Pathaan shah rukh khan, pathaan profit, pathaan box office, shah rukh khan fees pathaan, shahrukh khan fees, শাহরুখ খান, পাঠান, পাঠান বক্সঅফিস, পাঠান শাহরুখ, পাঠান শাহরুখ খানের পারিশ্রমিক, বলিউডের খবর

শাহরুখ খান

'পাঠান' নিয়ে চরম উত্তেজনা! অনুরাগীরা একবার নয়, বরং দুই তিনবার ইতিমধ্যেই হলে গিয়ে দেখে ফেলেছেন পাঠান। ভিনদেশেও 'পাঠান' রিলিজ নিয়ে শোরগোল! ভক্তরা অপেক্ষায় শাহরুখ ম্যাজিক দেখার জন্য, তবে এবার হিন্দি তথা বিদেশি ছবির স্ক্রিনিং নিয়েই আপত্তি তুলেছেন বাংলাদেশের অভিনেতা ও প্রযোজক।

Advertisment

ভারতের কোনও ছবি বাংলাদেশে মুক্তি পাবে, এই ঘটনা মেনে নিতে নারাজ প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তাঁর কথায়, হিন্দি সিনেমা মুক্তি পেলে বাংলাদেশের সিনে ইন্ডাস্ট্রি ধ্বংস হতে পারে। হিন্দি ছবির দাপটে বাংলা ছবি তথা বাংলাদেশের ছবি আর চলবে না। বাংলা সিনেমার প্রসার এবং প্রচারে হিন্দি ছবির দাপট বাঁধা হয়ে দাঁড়াবে। ধ্বংস হবে সমস্ত শিল্প এবং সিনেমার দুনিয়া। তিনি আরও বললেন, "এর আগেও হিন্দি ছবি প্রদর্শন করে কোনও সুরাহা হয় নি। তাই নতুন করে এসবের আর দরকার নেই"।

আরও পড়ুন < ‘পাঠানের সাফল্য থেকে শিক্ষা নিন..’, শাহরুখ-আদিত্য চোপড়াকে নিয়ে নাচানাচি বাংলার প্রযোজকের >

বাংলাদেশের সিনেমাহলের অবস্থা একেবারেই ভাল নয়। হাতে গুনে কয়েকটা হল, তাতেও লাভের লাভ কিছুই নেই। বরং শিল্পী সমিতির তরফে রিয়াজ জানিয়েছেন, "প্রধানমন্ত্রীর তহবিল থেকে কয়েক কোটি টাকা সিনেমার জন্য বরাদ্দ করা হলেও সেগুলি নিতে কেউ রাজি নন। আমরা সিনেমা বানিয়ে চালাব কোথায়? এর থেকে ভাল বিদেশি এবং বলিউডের কিছু হিট ব্লকবাস্টার ছবি যদি চালানো যায়, তাতে আমাদের দেশের সিনেমা তথা সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন যারা তাদের অনেকটা সুরাহা হবে। আমাদের সিনেমা এবং শিল্পকে বাঁচানো দরকার"। আমদানি বাংলাদেশের পক্ষে কাজে দেবে বলেই দাবি করেছেন রিয়াজ।

Advertisment

তবে, ডিপজলের কথা অনুযায়ী সামনেই অনেক বাংলা ছবির রিলিজ। এখন যদি, হিন্দি ছবি নিয়ে মাথাব্যথা হয় তবে খুব মুশকিল। তাঁর সঙ্গে এও বাৎলে দিলেন, হাওয়া ও পরান যেভাবে সাফল্য পেয়েছে তাতে বাংলাদেশের ছবি কোটি কোটি টাকার ব্যবসা করেছে। প্রেক্ষাগৃহের সংখ্যাও বেড়েছে বাংলাদেশে বলে জানিয়েছেন পরিচালক!

bollywood Entertainment News SRK Birthday Pathaan PATHAAN BOX OFFICE RECORD