Sumbul Touqeer weight Gain: ওজন অতিরিক্ত বৃদ্ধি পেলেই কি, কোন নায়িকাকে অপমানের মুখোমুখি হতে হবে? নাকি একটা মানুষের নানা কারণে ওজন বাড়তে পারে না? নাকি সে পাবলিক ফিগার বলে, তাঁর ওজন বাড়তে নেই? অভিনেত্রী সুম্বুল তৌকির, যিনি ছোট পর্দার জনপ্রিয় মুখ, এবার তার অতিরিক্ত ওজন দেখেই মানুষ ভয়ংকর ভাবে কটাক্ষ করেছেন।
হিন্দি সিরিয়ালের এই অভিনেত্রী, জনপ্রিয়তা পান ইমলি ধারাবাহিক থেকে। সেই সিরিয়ালে দারুন নজর কেড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কাব্যা সিরিয়ালেও তাঁর অভিনয় মুগ্ধ করেছিল। বর্তমানে তাঁর ওজন বৃদ্ধির কারণে, নানা কথা শুনতে হচ্ছে তাঁকে। কেউ বলছেন, তিনি মোটা হয়ে গিয়েছেন। আবার কেউ বলছেন, তিনি কিভাবে এতটা ওজন বাড়িয়ে ফেললেন? ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করতে যে এরকম ভাবে ট্রোলের শিকার হবেন তিনি, যেন কল্পনাও করতে পারেনি।
মানুষের কটাক্ষ এবং হেনস্তার চোটে অবশেষে তার রাগ এবং ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। যে সমাজ মাধ্যমে এমন একটি পোস্ট করেছেন, যাতে বোঝা যাচ্ছে যে প্রত্যেকের কথায় কতটা রেগে আছেন তিনি। যারা তাকে ট্রোল করেছেন, তাদের প্রত্যেককে ভিক্টোরিয়া সিক্রেট এর মডেল হিসেবে কটাক্ষ করেছেন তিনি। সুম্বুল সমাজের একটি পোস্টে লিখছেন...
/indian-express-bangla/media/post_attachments/72e6b253-fa4.jpg)
আমি অনেকক্ষণ ধরে সেই সমস্ত ভিক্টোরিয়া সিক্রেটের মডেলদের টুইট এবং কমেন্ট দেখছি, যারা আমার ওজন বৃদ্ধি এবং আমার অ্যাপিয়ারেন্স নিয়ে নানা প্রশ্ন করছেন এবং কটাক্ষ করছেন। এবং আমি বলতে বাধ্য হচ্ছে যে আমি এর আগে কোনদিন, এতটা রেগে যায় নি বা এতটা আমার মাথা খারাপ হয়নি। আমি অত্যন্ত নম্রতার সঙ্গে আপনাদেরকে এই বিষয়টা বন্ধ করতে অনুরোধ করছি। আমাকে একটু আমার মত শান্তিতে থাকতে দিন। আপনারা যদি মনে করে থাকেন, যে আমি আমার জীবন নষ্ট করছি, তাহলে সেটা করতে দিন আমায়। আমি জানি আমার জীবনের সঙ্গে আমি কি করছি। এবং আমি ভীষণ ক্লান্ত।"
অভিনেত্রী থামলেন না। বরং তাঁর ওজন বৃদ্ধির পেছনে যে একটি কারণ আছে সে কথা উল্লেখ করলেন। কি এমন হয়েছে তার যে কারণে তার ওজন বেড়েছে? তিনি আরও লিখছেন... "আমার হঠাৎ করে ওজন বেড়ে যাওয়ার পেছনে কারণ হলো, ওষুধ। একজন নিউরোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট কিছু ওষুধ আমাকে দিয়েছিলেন যেগুলো আমার স্যুট করেনি, এসব আলোচনা বন্ধ করুন।"