Advertisment
Presenting Partner
Desktop GIF

'TMC মানে তোলাবাজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি', খড়গপুরে মোদীর সভায় 'বিস্ফোরক' হিরণ

'২০২১ সালের ২মে আবারও স্বাধীন হবে বাংলা', তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
Hiran

"TMC'র প্রকৃত অর্থ কী জানেন? তৃণমূল কংগ্রেসের আসল মানে হচ্ছে, তোলাবাজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি", শনিবার নরেন্দ্র মোদীর সভায় 'নিজের প্রাক্তন' রাজনৈতিক মতাদর্শকে বিঁধলেন হিরণ্ময় ওরফে হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। একুশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখেই জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন অভিনেতা। দল-বদলেই দিলীপ ঘোষ-গড় খড়গপুর সদরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে বিজেপির তরফে টিকিট পেয়েছেন। তারপর থেকেই তৃণমূলকে কখনও 'তোলাবাজ', আবার কখনও বা 'ঘুষখোর, খুনী, গুণ্ডা'র মতো নানা অভিযোগ তুলে বিঁধে চলেছেন গেরুয়া শিবিরের হিরণ।

Advertisment

শনিবার, বিএনআর ময়দানে জনসভা করছেন প্রধানমন্ত্রী। সেখানেই আশেপাশের একাধিক কেন্দ্রের পদ্ম-প্রার্থীরা উপস্থিত হয়েছেন সভামঞ্চে। উপস্থিত ছিলেন খড়গপুর কেন্দ্রের বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতায় নামা অভিনেতা হিরণও। সেই মঞ্চ তৃণমূলকে (TMC) বিঁধে 'তোলাবাজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি'র তকমা সাঁটেন তিনি। দিন কয়েক আগেই হিরণের হয়ে প্রচার করে গিয়েছেন অমিত শাহ।

হিরণের মন্তব্য, "২০২১ সালের ২মে আবারও স্বাধীন হবে বাংলা। TMC মানে তোলাবাজ ম্যানুফ্যাচারিং কোম্পানি। এরা জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় শুধু তোলাবাজ তৈরি করে। খড়গপুরের স্থানীয়দের অভিযোগ, এলাকার তৃণমূল নেতা আগে ১০ হাজার টাকা মাইনের চাকরি করতেন, আজ তাঁর ৩ কোটি টাকার বাড়ি। এলাকার মানুষজন সেই আশঙ্কা থেকেই আমাকে প্রশ্ন করেছেন, 'দাদা আপনি আবার ওরকম হয়ে যাবেন না তো?' আমার লজ্জা লাগে এদের কথা ভাবতে।"

পাশাপাশি মোদী-দিলীপের প্রশংসা করে সভামঞ্চ থেকেই মমতা (Mamata Banerjee)-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দাগেন ঘাসফুল থেকে পদ্ম শিবিরে নাম লেখানো 'অভিনেতা'। তাঁর মন্তব্য, দিলীপ ঘোষ (Dilip Ghosh), নরেন্দ্র মোদীর মতো মানুষ সন্ন্যাসীর মতো জীবন কাটান। তাঁরা সংসারের জন্য টাকা মারেন না। কারও বউয়ের জন্য গয়না বানাতে হয় না তাঁদের। কিংবা আত্মীয়স্বজনদের জন্য টাকাও বানান না ওঁরা। খড়গপুর থেকে তৃণমূলের চোর-গুণ্ডাদের যেমন করেই হোক তাড়াতে হবে।"

bjp Mamata Banerjee narendra modi Hiran Chatterjee West Bengal Assembly Election 2021 Kharagpur
Advertisment