Advertisment
Presenting Partner
Desktop GIF

খড়গপুরের 'ঘরের ছেলে'! হনুমান মন্দিরে পুজো দিয়েই ভোট প্রচার শুরু বিজেপির হিরণের

বাংলায় পদ্মফুল ফোটাতে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
hiran

তারকাসুলভ আচরণ অতীত! জনসাধারণের সঙ্গে মিশে গিয়ে নিজেকে ঘরের ছেলে হিসেবে প্রমাণ করতে মরিয়া হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। খড়গপুর (Kharagpur) সদর কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) প্রথম দফায় গেরুয়া শিবিরের তরফে একমাত্র তারকাপ্রার্থী হিসেবে হিরণের নামই ঘোষণা করা হয়েছে। কাজেই গণদেবতার আশীর্বাদে দিলীপ-গড়ের আসন জিততে কোনওরকম কসরতই ছাড়ছেন না ঘাসফুল থেকে পদ্মফুলে যাওয়া টলিউড অভিনেতা। শনিবার হনুমান মন্দিরে পুজো দিয়েই শুরু করলেন ভোট প্রচার।

Advertisment

খড়গপুরের হনুমান মন্দিরে পুজো দিয়ে সেই চত্বর থেকেই পদযাত্রা শুরু করলেন অভিনেতা। রবিবার ফের বাংলায় ভোট প্রচারে আসছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিরণের হয়ে ভোট প্রচার করবেন বলেও শোনা গিয়েছে গেরুয়া শিবিরের তরফে।

শুক্রবারই মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটের মুখে রাজনৈতিক কর্মসূচী কিংবা মিটিং-মিছিলের পাশাপাশি, কেন্দ্রের মালঞ্চ এলাকায় একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই দলীয় কর্মীদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়েছিল। খাবার পরিবেশন থেকে তাঁদের এঁটো পাতা কুড়িয়ে ডাস্টবিনে ফেলা সবটাই নিজের হাতের করতে দেখা গেল বিজেপির তারকা প্রার্থীকে। বলা ভাল, বাংলায় পদ্মফুল ফোটাতে ইতিমধ্যেই কোমর বেঁধে ‘স্বচ্ছ ভারত’ অভিযানে নেমে পড়েছেন হিরণ চট্টোপাধ্যায়।

নিজেকে খড়গপুরের ভূমিপুত্র বলেও দাবি করেছেন অভিনেতা। তাঁর সাফ কথা, "এটা কোনও ব্যক্তিগত লড়াই নয়। আমি হিরণ চট্টোপাধ্যায় বলে এখানে লড়তে আসিনি। এটা আদতে ভারতীয় জনতা পার্টির লড়াই। যাঁরা বলেন, হিরণ বহিরাগত, তাঁদের সবার উদ্দেশে একটাই কথা বলব, আমার বাড়ি উলুবেড়িয়াতে। হাওড়া থেকে কত দূর খড়গপুর?" পাশাপাশি এও জানিয়েছেন যে, দিন দুয়েকের মধ্যেই খড়গপুরের মানুষের আশীর্বাদ, স্নেহ, ভালবাসায় তিনি আপ্লুত।

bjp dilip ghosh Hiran Chatterjee West Bengal Assembly Election 2021 Kharagpur
Advertisment