/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/feature-hobuchandra.jpg)
দেব এন্টারটেন্ট ভেন্চারস এর নিবেদন, অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী।
রাজ্য সামলাচ্ছেন হবুচন্দ্র। রাজ্যের মন্ত্রী পদে গবুচন্দ্র। রানি কুসুমকুমারী। রাজার শাসনে বোম্বাগড়ের সমস্ত বাসিন্দা বেশ খুশি। তাঁরাই দায়িত্ব নিয়ে রাজার 'মার্কেটিং' করে দেন, ওই যাকে বলে গুণগান গাওয়া। আর এরই মধ্যে থাকছে গল্পের মোড়। এমনই রুপকথার গল্প গাঁথতে চলেছেন অনিকেত চট্টোপাধ্যায়।
কিন্তু রাজত্ব সামলাবেন কে? যত দিন গেছে, বেড়েছে জল্পনা। অবশেষে ছবির মোশন টিজারে জানা গেল, হবুচন্দ্র রাজা হচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আর মন্ত্রী গবুচন্দ্র হচ্ছেন খরাজ মুখোপাধ্যায়। জানা যাচ্ছে, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের গল্প 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' এবং 'সরকার মশাইয়ের থলে' অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। যার প্রযোজনার দায়ভার নিয়েছেন দেব। আজ থেকে ছবির শুটিংয়ের জন্য তারা পাড়ি দিয়েছেন বোম্বাগড়ে, এমনটাই জানিয়েছেন অভিনেতা।
#ProductionMode just before the Big shooting Schedule....#HCRGCM
Shooting will start from tomorrow...finger crossed ???? pic.twitter.com/XHN54jYQ0F— Dev (@idevadhikari) March 11, 2019
View this post on InstagramA post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures) on
ছবির টিজার ও গল্পের আভাস বলছে, ছেলেবেলার রূপকথার গল্পে ফিরতে চলেছেন বাংলার দর্শক। যা নিয়ে বর্তমানে ছবি হয় না বললেই চলে। রূপকথার আঙ্গিকে ছবি বললেই মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন', 'হীরক রাজার দেশে'-র কথা। তুলনার কোনও জায়গা নেই, কিন্তু সেই তালিকায় সম্ভবত যোগ হতে চলেছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। এই ছবির সঙ্গীত পরিচালনা করছেন কবীর সুমন।
ছবির শুটিং চলবে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে 'বাহুবলী' ছবির সেটে। 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-তে রাজা-রানীর ভূমিকায় যে অভিনয় করছেন না দেব-রুক্মিণী, সে খবর আগেই পাওয়া গিয়েছিল। এরপরই খোঁজ শুরু হয়েছিল, নয়া রাজা-রানি-মন্ত্রীর। তা রাজা ও মন্ত্রী পাওয়া গেলেও রানী ছিলেন অধরা। টিজারের মাধ্যমে জানা যায়, রানী কুসুমকুমারী হচ্ছেন অর্পিতা চট্টোপাধ্যায়। দেব নিজেই জানিয়েছিলেন তিনি এই চরিত্রের উপযুক্ত নন। সব ঠিকঠাক চললে বড়দিনে মুক্তি পাবে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'।