Advertisment
Presenting Partner
Desktop GIF

অ্যাকশন-রোমাঞ্চে ভরপুর, মার্চ মাসের ৮টি ওয়েব সিরিজ ও ছবি এক নজরে

করিশ্মা কাপুর, মনীষা কৈরালা, কিয়ারা আদবানি, পাওলি দাম এবং বাংলার নতুন প্রজন্মের তারকা শাঁওলী চট্টোপাধ্যায়কে নিয়ে জমজমাট মার্চ মাসের হিন্দি ও বাংলা ওয়েব।

author-image
IE Bangla Web Desk
New Update
Hoichoi Netflix Zee5 Karishma Kapoor Kiara Advani Paoli Dam March 2020 web releases

বাঁদিকে পাওলি দাম (কালী সিজন টু), শাঁওলী চট্টোপাধ্যায় (রহস্য রোমাঞ্চ সিরিজ টু) ও করিশ্মা কাপুর (মেন্টালহুড)।

জাতীয় ও আঞ্চলিক ওয়েব মাধ্যমগুলি বেশ জমজমাট হতে চলেছে মার্চ মাসে। এমাসে যে সিরিজ ও ছবিগুলি স্ট্রিমিং হবে তার বেশিরভাগই অ্যাকশন-সমৃদ্ধ এবং অনেকগুলিই মহিলাকেন্দ্রিক। আন্তর্জাতিক নারী দিবস-কে মাথায় রেখেই এমন কনটেন্ট স্ট্র্যাটেজি সম্ভবত। এই মাসে হিন্দি ও বাংলা মিলিয়ে ওয়েব মাধ্যমে দর্শক পেয়ে যাবেন করিশ্মা কাপুর, মনীষা কৈরালা, কিয়ারা আদবানি, পাওলি দাম এবং বাংলার নতুন প্রজন্মের তারকা শাঁওলী চট্টোপাধ্যায়ের ওয়েব সিরিজ ও ছবি।

Advertisment

এই মাসে 'হইচই'-তে আসছে দুটি ওয়েব সিরিজ-- 'রহস্য রোমাঞ্চ সিরিজ 'এবং 'একাত্তর'। দ্বিতীয়টির প্রচার প্রক্রিয়া এখনও শুরু হয়নি। সদ্য মুক্তি পেয়েছে 'রহস্য রোমাঞ্চ সিরিজ সিজন টু'-এর ট্রেলার। এই সিরিজটি দিয়েই শুরু করা যাক এমাসের ওয়েব-রিলিজ তালিকা--

আরও পড়ুন: জমজমাট অ্যাকশন-বিনোদনে ভরপুর ‘সূর্যবংশী’, রইল ট্রেলার

রহস্য রোমাঞ্চ সিরিজ সিজন টু

হইচই-তে ১৩ মার্চ থেকে স্ট্রিমিং হবে 'রহস্য রোমাঞ্চ সিরিজ'-এর দ্বিতীয় সিজন। আগের সিজনে ঝন্টু মোটরস-এর যে গল্পটি দেখেছিলেন দর্শক, সেই গল্পেরই রিলোডেড ভার্সন ২.০ থাকছে এই সিজনে। মুখ্য ভূমিকায় রয়েছেন অবশ্যই রুদ্রনীল ঘোষ। অন্যান্য চরিত্রে রয়েছেন রাজদীপ গুপ্ত, অভিষেক সিং, খরাজ মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু দিওয়ানজি প্রমুখ। কিন্তু অভিরূপ ঘোষ পরিচালিত এই সিরিজের প্রধান আকর্ষণ কিন্তু শাঁওলী চট্টোপাধ্যায়। বাংলা ওয়েব মাধ্যমের সবচেয়ে বড় তারকাদের একজন শাঁওলী। 'সুফিয়ানা সিজন টু'-র নায়িকাকে এই সিরিজে দর্শক অ্যাকশন-সমৃদ্ধ একটি চরিত্রে দেখবেন। দেখে নিতে পারেন সিরিজের ট্রেলার নীচের লিঙ্কে ক্লিক করে--

আরও পড়ুন: ‘কাকাবাবু’কে নিয়ে আফ্রিকা পাড়ি সৃজিতের

মেন্টালহুড

জিফাইভ এবং অল্ট বালাজি-- দুটি প্ল্যাটফর্মেই ১১ মার্চ আসছে করিশ্মা কাপুর, সন্ধ্যা মৃদুল, তিলোত্তমা সোম, ডিনো মোরেয়া অভিনীত এই সিরিজ। ছেলেমেয়েদের মানুষ করাটা প্রত্যেক মায়ের কাছেই এক একটা যুদ্ধের থেকে কম নয়। এই সিরিজে রয়েছে পাঁচজন মায়ের গল্প। তাদের মধ্যে কেউ কর্মরত, কেউ হোমমেকার, কেউ দশভুজা মা আবার কেউ সারাক্ষণ ছেলেমেয়ের পিছনে আদাজল খেয়ে পড়ে থাকা মা। আর গল্পে রয়েছে এক হোমমেকার বাবা। হালকা মেজাজের এই সোশাল ড্রামা সিরিজটি পরিচালনা করেছেন করিশ্মা কোহলি। দেখে নিতে পারেন ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে--

কালী সিজন টু

পাওলি দাম অভিনীত, জিফাইভ-এর ওয়েব সিরিজ 'কালী' মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। এবার ওই সিরিজের সিজন টু স্ট্রিমিং হতে চলেছে মার্চের শেষে। নিম্ন মধ্যবিত্ত এক সিঙ্গল মাদার তার ছেলের প্রাণ বাঁচাতে কী অপরিসীম ঝুঁকি নিতে পারে, সেই চোখে জল আনা, রোমাঞ্চকর যাত্রার পরবর্তী অংশ নিয়ে আসছে সিরিজের দ্বিতীয় সিজন। যাঁরা আগের সিজনটি দেখেননি তাঁরা নীচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন এ পর্যন্ত গল্পটা কেমন ছিল--

গিল্টি

নেটফ্লিক্সে আসছে কিয়ারা আডবানি অভিনীত নেটফ্লিক্স অরিজিনাল ছবি 'গিল্টি'। ছোট শহর থেকে উঠে আসা একটি মেয়ে কলেজের হার্টথ্রব ভিজে-র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে। এই নিয়ে সমস্যা যখন ঘনিয়ে উঠেছে তখন অভিযুক্তের গার্লফ্রেন্ড এগিয়ে আসে প্রেমিককে বাঁচাতে। সেই দুর্ধর্ষ মিউজিশিয়ান গার্লফ্রেন্ডের ভূমিকাতেই দেখা যাবে কিয়ারাকে। সত্যিই কি অপরাধী ভিজে নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও ঘটনা। দেখে নিতে পারেন ট্রেলার নীচের লিঙ্কে ক্লিক করে--

মাসকা

এখনও পর্যন্ত স্ট্রিমিংয়ের তারিখ ঘোষণা হয়নি কিন্তু মার্চেই আসছে আর একটি নেটফ্লিক্স অরিজিনাল ছবি 'মাসকা' যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন মনীষা কৈরালা, ইন্টারনেট সেনসেশন শার্লি শেঠিয়া, নিকিতা দত্ত এবং প্রীত কামানি। একজন অ্যামেচার অভিনেতার চোখে অনেক বড় তারকা হওয়ার স্বপ্ন। একদিন আচমকা তার জীবনে এসে পড়ে একটি মেয়ে আর তার পরে কী ঘটে সেই নিয়েই এই ছবি। দেখে নিতে পারেন ছবির ট্রেলার নীচের লিঙ্কে ক্লিক করে--

আরও পড়ুন: দিলজিৎ দোসঞ্জ ও ইভাঙ্কা ট্রাম্পের বার্তালাপ, হতবাক নেটিজেনরা

স্পেশাল অপস

হটস্টার অ্যাপে ১১ মার্চ থেকে স্ট্রিমিং হবে এই সিরিজ। পরিচালক নীরজ পাণ্ডের এই সিরিজটি একটি স্পাই থ্রিলার। ২০০১ সালের পার্লামেন্ট আক্রমণ, ২০০৬ ও ২০০৮ সালের মুম্বই আক্রমণের মাস্টারমাইন্ডকে খুঁজে বার করার জমজমাট গল্প নিয়ে আসছে ৮ এপিসোডের এই থ্রিলার সিরিজ। মুখ্য ভূমিকায় রয়েছেন কে কে মেনন, করণ ট্যাকার, সাইয়ামি খের, দিব্যা দত্ত এবং বিনয় পাঠক।

অপারেশন পরিন্দে

জেল ভেঙে পালানোর গল্প নিয়ে আসছে 'অপারেশন পরিন্দে' জিফাইভ অ্যাপে আগামী ৭ মার্চ। মুখ্য ভূমিকায় অমিত সাধ ও রাহুল দেব। পরিচালক সঞ্জয় গান্ধী। নির্মাতাদের দাবি, আর পাঁচটা ক্রাইম ড্রামার থেকে অনেকটাই অন্য রকম হবে এই জিফাইভ অরিজিনাল ছবি। নীচে রইল ট্রেলার--

স্টেট অফ সিজ

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় নায়ক, অর্জুন বিজলানি অভিনীত এই সিরিজের স্ট্রিমিং হবে ২০ মার্চ থেকে। ২৬/১১-র মুম্বই আক্রমণ নিয়ে রচিত সন্দীপ উন্নিথন-এর বইয়ের উপর ভিত্তি করেই মূলত নির্মিত হয়েছে এই সিরিজ। মুম্বই হামলা নিয়ে অনেক অপ্রকাশিত তথ্য সামনে আনবে এই সিরিজ এমনটাই শোনা যাচ্ছে। অন্যান্য ভূমিকায় রয়েছেন অর্জন বাওয়া, বিবেক দহিয়া, মুকুল দেব ও সিড মালাকার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

hoichoi Netflix web series
Advertisment