Advertisment
Presenting Partner
Desktop GIF

নতুন সাজে দর্শকের সামনে আসতে চলেছে হইচই সিজন টু

মনোরঞ্জন তো উদ্দেশ্য ছিলই আর তাতে সফলও হয়েছে এসভিএফ। তাই নতুন সাজে আসছে হইচই। কী কী আসছে?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তাই নতুন সাজে আসছে হইচই

নেটফ্লিক্স, অ্যামাজনের দৌরাত্ম্য যখন বাড়ছে বাংলার বাজারে, নেটিজেনরা যখন মত্ত ‘নারকোস’ বা ‘সেক্রেড গেমস’-এর মত অরিজিনাল সিরিজে, ঠিক তখনই নিখাদ বাংলায় সাড়া ফেলল ভেঙ্কটেশ ফিল্মসের হইচই অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে প্রচারিত শো ‘দুপুর ঠাকুরপো’ কথা শুনে নাক শিঁটকোলেও, অনেকেই কিন্তু আড়চোখে দেখে নিয়েছিলেন অ্যাপটা। ক্রমে ডিজিটাল প্ল্যাটফর্মে জনপ্রিয় হয় এই অ্যাপের বাংলা অরিজিনাল সিরিজগুলো। মনোরঞ্জন তো উদ্দেশ্য ছিলই আর তাতে সফলও হয়েছে এসভিএফ। তাই নতুন সাজে আসছে হইচই। কী কী আসছে?

Advertisment

publive-image পুজোর আগেই উপহারের ডালি নিয়ে এল হইচই

প্রথম সিজনে ৫০০ বেশি বাংলা ছবি ছিল, আর ছিল ১০০০ বাংলা গান ও ২০টা মতো হইচই অরিজিনাল সিরিজ। সব মিলিয়ে ১৪০০ ঘন্টার বিষয় রেখেছিল হইচই। আর তাতেই ২৪০ মিলিয়ন মিনিট সময় কাটিয়ে ফেলেছেন দর্শক। যার গড় করলে দর্শক প্রতি দাঁড়ায় ৬০ মিনিট। মোট ১ মিলিয়ন দর্শক ডাউনলোড করেছেন হইচই অ্যাপ। ব্যোমকেশ, দুপুর ঠাকুরপো আর হ্যালো সিরিজের জনপ্রিয়তা সবথেকে বেশি। এই বিপুল জনপ্রিয়তা ও দর্শকের উচ্ছ্বাস ধরে রাখতেই দ্বিতীয় সিজন নিয়ে হাজির হবে এই অ্যাপ। যার কনটেন্টের সময় হবে ২৮০০ ঘন্টা। মোট ২০০ টি ছবি থাকবে গোটা ১ বছরে। আর তার মধ্যে ১২টা হইচই অরিজিনাল সিনেমার ডিজিটাল প্রিমিয়ার করবে তারা। এখানেই শেষ নয় ৩০টা অরিজিনাল সিরিজ আসছে। তালিকাটাও কিন্তু বেশ চমকপ্রদ- ভিজে ভৌমিক, দ্য এক্সপেরিমেন্ট, স্পিরিট ভ্যালি, নিশাচর, পাঁচফোঁড়নের মতো সিরিজ। বউ কেন সাইকোর মতো ডার্ক কমেডিও থাকছে তালিকায়, আছে তারানাথ তান্ত্রিকের মতো প্যারানরমাল ড্রামাও। সৃজিতের বাইশে শ্রাবণ আসছে ওয়েব সিরিজ রূপে।

আরও পড়ুন, বলিউডের দ্বারা প্রভাবিত হয়ে নিজস্বতা হারাচ্ছেন বাংলার হিরোরা: নওয়াজ

শুধু তাই নয় সিজন ওয়ানের কিছু সিরিজের দ্বিতীয় ধাপ আসবে এখানে- দুপুর ঠাকুরপো টু, জাপানি টয়ের সিজন জাপানি ডল, ব্যোমকেশ তো সিজন ৪ নিয়ে হাজির হবে। ধানবাদ ব্লুজ নিয়ে রজতাভর ব্যর্থ পরিচালকের গল্প। প্রচারেও কম যাননা তাঁরা- এবার থেকে আপনার পাড়ার দোকানে মিলবে হইচই টপআপ। বাংলা ছাড়াও তামিল, হিন্দি, তেলুগু ও আরবি ভাষায় ডাব হবে সমস্ত সিরিজ। বোঝাই যাচ্ছে আটঘাট বেঁধে নামছে তারা। বাঙালির কাছে বাংলা ওয়েব স্ট্রিমিং অ্যাপের দরজা খুলে গিয়েছিল এবার যেন পুজোর আগেই উপহারের ডালি নিয়ে এল হইচই।

hoichoi
Advertisment