Homebound Oscar Entry: কলকাতায় বড় ঘোষণা, হোমবাউন্ড’-এর হাতে ভারতের অস্কার স্বপ্ন

Homebound Oscar Entry: নির্বাচনের খবর জানার পর প্রযোজক করণ জোহর আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানান। ধর্মা প্রোডাকশনসের এই ব্যানারেই নির্মিত হয়েছে সিনেমাটি। করণ বলেন...

Homebound Oscar Entry: নির্বাচনের খবর জানার পর প্রযোজক করণ জোহর আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানান। ধর্মা প্রোডাকশনসের এই ব্যানারেই নির্মিত হয়েছে সিনেমাটি। করণ বলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Homebound-still-1600

ভারতের হয়ে হোমবাউন্ড অস্কারের পথে

 ২০২৬ সালের একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে হিন্দি সিনেমা ‘হোমবাউন্ড’। শনিবার কলকাতায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিটির চেয়ারপার্সন এন চন্দ্র আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন।

Advertisment

তিনি জানান, এই বর্ষে বিভিন্ন ভারতীয় ভাষার মোট ২৪টি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেয়। চূড়ান্তভাবে ‘হোমবাউন্ড’ নির্বাচিত হওয়াকে তিনি এক কঠিন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। চন্দ্র বলেন, “এই সিনেমাগুলো প্রত্যেকটি মানুষের জীবনকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। আমরা বিচারকের ভূমিকায় ছিলাম না, বরং কোচের মতো সেরা খেলোয়াড় খুঁজছিলাম- এমন একটি ছবি, যে আন্তর্জাতিক মঞ্চে ছাপ রাখতে পারবে।”

নির্বাচনের খবর জানার পর প্রযোজক করণ জোহর আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানান। ধর্মা প্রোডাকশনসের এই ব্যানারেই নির্মিত হয়েছে সিনেমাটি। করণ বলেন, "আমরা গভীরভাবে সম্মানিত এবং বিনীত। নীরজ ঘাইওয়ানের পরিশ্রমী সৃষ্টি হোমবাউন্ড কেবল ভারত নয়, বিশ্বের অগণিত হৃদয়ে নিজের জায়গা করে নেবে।"

Advertisment

Zubeen Garg Tragic Death: 'ভাই' জুবিনের অকাল প্রয়াণে কাঁদছেন দেব, শোকে পাথর প্রীতম

পরিচালক নীরজ ঘাইওয়ানও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "অস্কারের মতো মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা একদিকে গর্বের, অন্যদিকে দারুণ প্রত্যাশার। আমাদের মাটি ও মানুষের প্রতি যে ভালোবাসা, সেটিই ছবির প্রাণ। আশা করি আমাদের গল্প বিশ্বজুড়ে সাড়া ফেলবে।”

ঈশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুর অভিনীত ‘হোমবাউন্ড’-এর মূল কাহিনি আবর্তিত হয়েছে উত্তর ভারতের এক প্রত্যন্ত গ্রামের পটভূমিকে ঘিরে। গল্পে দেখা যায় দুই শৈশবের বন্ধু পুলিশে চাকরি পাওয়ার স্বপ্নে ছুটে চলে। সেই চাকরিই তাদের দীর্ঘদিন ধরে বঞ্চিত হওয়া মর্যাদা এনে দেয়, আর তারই পথে এগোতে গিয়ে জীবনে আসে নানা চড়াই-উতরাই।

সব মিলিয়ে, মানবিক আবেগ ও সামাজিক বাস্তবতার মিশেলে নির্মিত ‘হোমবাউন্ড’ এখন আন্তর্জাতিক স্বীকৃতির দোরগোড়ায়। অস্কারে ভারতকে গর্বিতভাবে তুলে ধরবে বলে আশা করছে পুরো টিম।

Entertainment News oscar committee