scorecardresearch

প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ, তারপরই নুসরত ভারুচার প্রেমে হাবুডুবু খাচ্ছেন Yo Yo হানি সিং!

হাতে হাত, একই রঙের পোশাক… ব্যাপারটা কী?

nusrat bharucha, yo yo honey singh, yo yo honey singh news, yo yo honey singh relationship, yo yo honey singh bollywood news, yo yo honey singh nusrat relationship
আবার নতুন সম্পর্কে হানি সিং?

বলিউডে প্রেমের সম্পর্কের গুঞ্জনের শেষ আছে নাকি? কিছু কিছু সম্পর্ক তো বিবাহ বিচ্ছেদের কারণ হয়েছে। এবার চর্চায় রয়েছে হানি সিং এবং অভিনেত্রী নুসরত ভারুচার সম্পর্ক। দুজনের প্রেম নাকি ঝড়ের গতিতে এগোচ্ছে। মাঝেমধ্যেই নানা জায়গায় দেখা যাচ্ছে তাঁদের।

কখনও হাত ধরে আবার কখনও যুগলে, নুসরত এবং হানি সিং এর প্রেমকাহিনীর গুঞ্জন বলিপাড়ার আকাশে বাতাসে। কিন্তু আসলেই কি এই ঘটনা সত্যি? কী বলছেন অভিনেত্রী? কেরিয়ারের প্রথম দিকে, কার্তিক আরিয়ানের সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন ছিল। যদিও সেটি বেশিদিন ধোপে টেকেনি। এরইমধ্যে হানি সিং এর সঙ্গেই নাকি সম্পর্ক ভেঙেছে তাঁর প্রেমিকার। উস্কে দিয়েছে জল্পনা।

কিন্তু নুসরত নিদারুণ উপভোগ করছেন এই গুঞ্জন। অভিনেত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “কোনওদিন আমায় নিয়ে এহেন গুঞ্জন ছড়ায় নি। আমি যেখানেই গিয়েছি, সেখানে কোনোদিন কোনও গুজব পাই নি। এখন যখন এসব শুরু হয়েছে, আমার বেশ মজা লাগছে। আমি দারুণ উপভোগ করছি। এখন আমায় কেউ প্রশ্ন করলে আমি অন্তত বলতে পারি প্রেমের গুঞ্জন রয়েছে”।

কিন্তু হানি সিংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে কী বলতে চান তিনি? আসলেই কি প্রেম করছেন দুজনে? অভিনেত্রীর কথায়, “আমার মনে হয় মানুষের জীবনে কোনও কাজ নেই, তাই তারা অনুমান করতেও ভালবাসে। তাই যারা যা খুশি ভাবছে ভাবুক। আমার কোনও সমস্যা নেই”।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Honey singh nusraat bharucha relationship rumor actress clarifies