Advertisment

Locket Vs Rachana-Loksabha: হুগলিতে এগিয়ে লকেট, আর দই-মিষ্টি খাবেন না রচনা! 

Lok Sabha Election 2024 Celebs - সকাল হতেই রচনার কী হাল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Hooghly Loksabha rachana vs locket 2024 tollywood entertainment news

Rachana Banerjee-Locket Chatterjee: রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায়।

হুগলিতে এবার কার আসন? সেই নিয়েই সকাল থেকে উত্তেজনা তুঙ্গে। রত্না দে নাগকে হারিয়ে লকেট চট্টোপাধ্যায় জিতেছিলেন গতবার। 

Advertisment

তবে, এবার প্রচারের সময় থেকেই লকেটকে নিয়ে নানা কথা শোনা গিয়েছিল। তাঁর মধ্যেই রচনা বন্দ্যোপাধ্যায় কে প্রার্থী করেই বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রচনা যেমন নানা জায়গায় ঘুরে ঘুরে প্রচার করেছেন তেমনই নিজের মন্তব্যের খাতিরে আলোচনায় ছিলেন। 

কিন্তু আজ সকাল থেকেই লকেট চট্টোপাধ্যায় এগিয়ে। হুগলি লোকসভার গণনায় তেমন চিত্র দেখা যাচ্ছে। এদিকে, রচনা বন্দোপাধ্যায় আশায় বুক বেঁধেছেন। সকাল সকাল নীল পরী সেজে হাজির অভিনেত্রী। তিনি কী বলছেন? 

আরও পড়ুন - Lok Sabha Election 2024 Live Updates: ঘাটালে এগিয়ে দেব! তৃণমূল-ই আসবে বলছেন রচনা…

তাঁর কথায়, একশো শতাংশ আশাবাদী আমি। এবার দেখা যাক। এতদিন ধরে এত পরিশ্রম করেছি। আজকে চাপ নিচ্ছি না। তৃণমূলই আসবে। এবার সবটাই সময় বলবে। তবে, এতগুলো দিন দই মিষ্টি খেয়ে তিনি নাজেহাল। আর খাবেন না তবে? 

অভিনেত্রীর কথায়, বহুদিন ধরে এসব খেয়েছেন। আর খাবেন না। এবার শুধু ডায়েট করবেন। অভিনেত্রী, লোকসভায় এই প্রথমবার দাঁড়িয়েছেন। রাজনীতির ময়দানে তিনি একেবারেই নতুন। তাও, ভাগ্য কোনদিকে নিয়ে যায় সেটাই দেখার। 

tollywood Rachana Banerjee Locket Chatterjee Entertainment News
Advertisment