/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/lead-61.jpg)
'হোটেল মুম্বই' ছবিতে অনুপম খের।
Mumbai 26/11 attack in film Hotel Mumbai: ভারতীয়দের কাছে ২০০৮ সালের ২৬ নভেম্বর ছিল একটি মর্মান্তিক দিন। ওই দিনই জঙ্গি আক্রমণে বিধ্বস্ত হয় মুম্বই এবং তাজ প্যালেস হোটেল মুম্বইয়ে চলে নাশকতা। ২৬/১১-র সেই ঘটনা নিয়েই তৈরি হয়েছে ছবি 'হোটেল মুম্বই'। জি স্টুডিয়োজ ও পারপাস এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবি চলতি বছরের মার্চ মাসে মুক্তি পেয়েছে মার্কিন দেশে। এবার ছবিটি মুক্তি পেতে চলেছে ভারতে আগামী ২৯ নভেম্বর।
এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অনুপম খের, দেব প্যাটেল এবং আর্মি হ্যামার। ২৬ নভেম্বর জঙ্গিরা তাজ প্যালেস হোটেলে ঢুকে পড়ার পরে আটকে পড়েন হোটেলের সমস্ত অতিথি এবং কর্মচারীরা। ৭২ ঘণ্টা যুদ্ধ চলে সোয়াট টিম ও মুম্বই পুলিশের সঙ্গে। একের পর এক বিস্ফোরণে হোটেলের বহু অংশে আগুন লেগে যায়। তিন দিন ধরে চলা এই নাশকতাকে কোনওদিন ভুলবে না মুম্বই শহর এবং দেশের মানুষ।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/inside1-17.jpg)
আরও পড়ুন: রেমো ডিসুজার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি
ওই তিন দিন হোটেলের কর্মচারীরা কীভাবে প্রাণ দিয়ে আগলে রেখেছিলেন অতিথিদের, কীভাবে তাঁরা জঙ্গিদের কবল থেকে নিজেদের মুক্ত করার আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন, ঠিক কী কী ঘটেছিল ওই ৭২ ঘণ্টায় হোটেলের অভ্যন্তরে, তার একটি জ্বলন্ত উপস্থাপনা রয়েছে অ্যান্থনি মারাস পরিচালিত 'হোটেল মুম্বই' ছবিতে। দেখে নিতে পারেন ছবির ট্রেলারটি নীচের লিঙ্কে ক্লিক করে--
এই ছবিতে এসেছে আজমল কাসভ ও তার সঙ্গীদের কার্যকলাপের বিবরণও। লশকর-এ-তৈবার ১০ জন সদস্য তাজ প্যালেস হোটেল-সহ মুম্বইয়ের একাধিক এলাকায় ১২টি হামলা চালায়। অবিরাম গুলিবর্ষণ ও বোমাবর্ষণে বহু মানুষ প্রাণ হারান। মুম্বইয়ের এই নাশকতায় প্রাণ হারান ১৭৪ জন, যার মধ্যে ছিল আক্রমণকারীদের ৯ জনও। একমাত্র প্রাণে বেঁচে যায় আজমল কাসভ যার ফাঁসি হয় ২০১২ সালের ২১ নভেম্বর।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/1-18.jpg)
২৬ নভেম্বরের এই আক্রমণের পর মুম্বই পুলিশ ও সোয়াট টিমের তৎপরতায় বাকি সমস্ত অঞ্চলগুলিকেই নিরাপদ ঘোষণা করা হয় কিন্তু তখনও তাজ প্যালেস হোটেলে আটক থেকে যান হোটেলের কর্মচারী ও অতিথিরা। ২৯ নভেম্বর অপারেশন ব্ল্যাক টর্নেডো-র মাধ্যমে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যরা তাজ-কে জঙ্গিমুক্ত করতে সক্ষম হন। ঠিক সেই কারণেই এদেশে 'হোটেল মুম্বই' মুক্তি পেতে চলেছে ২৯ নভেম্বর।