Kajol Valentines Day: অজয়ের সঙ্গে সেলিব্রেট নয়, প্রেমদিবসে 'সিঙ্গল' ছবি পোস্ট করে কী লিখলেন কাজল?

Valentines Day 2025: ভ্যালেন্টাইনস ডে-তে একাকী কাজল! 'সিঙ্গল' ছবি পোস্ট করে কাজল লিখলেন...। এক ক্লিকে দেখে নিন প্রেমদিবসে কাজলের বার্তা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kajol shared a cryptic post in Instagram fans get worried

প্রেমদিবসে 'সিঙ্গল' ছবি পোস্ট করে কী লিখলেন কাজল?

Kajol Valentines Day Celebration: আকাশে-বাতাসে প্রেম প্রেম গন্ধ। প্রিয় মানুষের হাত ধরে ভালবাসায় মেতে উঠেছে প্রেমিকযুগল। কেউ পার্টনারের সঙ্গে লং ড্রাইভে তো কেউ আবার প্ল্যান করেছে ক্যান্ডেল লাইট ডিনারের। শহর জুড়ে যেন ভালবাসার মরশুম। আজকের দিনে যখন সকলে প্রেমে মত্ত তখন একাকী সময় কাটাচ্ছেন বঙ্গতনয়া কাজল। সোশ্যাল মিডিয়ায় সেই কথা নিজেই জানিয়েছেন বলি অভিনেত্রী। প্রেমদিবসে শুধু পার্টনারের প্রেমেই মজে থাকতে হবে এই মিথকে ভেঙে নিজেকে ভালবাসাটাই জরুরি সেই বার্তাই দিলেন কাজল। 

Advertisment

উজ্জ্বল লাল বর্ণের অফ সোল্ডার ড্রেসে হাসি মুখে পোজ। ছবি পোস্ট করে কাজল লিখেছেন, 'হ্যাপি ভ্যালেন্টাইনস ডে টু মাইসেলফ। আই লাভ ইউ।' যার বাংলা তর্জমা করলে হয়, নিজেকে ভ্যালেন্টাইনস ডে-তে অনেক শুভেচ্ছা। তোমাকে ভালবাসি। সিনেমা-সিরিয়ালের পর্দায় 'সেলফ লাভ'-এর সাক্ষী থেকেছে দর্শক। দিল তো পাগল হ্যায় সিনেমায় মাধুরী ভ্যালেন্টাইনস ডে-তে নিজের জন্য গিফট কিনেছিলেন। এবার রিয়েল লাইফে কাজল নিজের সঙ্গে নিজেই প্রেমদিবস পালন করছেন। পোস্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। 

Advertisment

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী কাজল। রোদচশমা পরে সাদা-কালো ছবিতে বুঝিয়ে দেন তিনি আর পাঁচজনের থেকে অনেকটাই আলাদা। সত্যিই নয়ের দশকে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে হোক বা কুছ কুছ হোতা হ্যায় কিংবা কভি খুশি কভি গমের মতো বেশ কিছু এভারগ্রীন ছবিই সকলের থেকে ব্যতিক্রমী করেছে কাজলকে।

তাই মিসেস দেবগন লিখেছেন, 'সকলের থেকে আলাদা কিন্তু, ভুল নই।' সময়ের সঙ্গে সঙ্গে যে আরও পরিণত হচ্ছেন, যার ফলে মুড বদলাচ্ছে সেই লক্ষ্মণগুলোও বেশ ভালই টের পান কাজল। এটাকেই হয়তো বলে, 'অ্যাডাল্টহুড'। বিভিন্ন মুডের ছবি পোস্ট করে কাজল বলছেন, 'আজকাল নিজেকে একটু মুডি মনে হচ্ছে। আমি নিজের মধ্যে সেই লক্ষ্মণগুলো দেখতে পাচ্ছি। এটাকেই বলে 'অ্যাডাল্টহুড'। আমি সেই স্টেজে রয়েছি।' বড় পর্দা কাঁপানোর পর ওয়েবেও দর্শকের ভালবাসা পেয়েছেন কাজল। 

bollywood movie kajol Bollywood News bollywood actress