Debchandrima: প্রাক্তনের নামে অভিযোগের পরই মারাত্মক বিপদ! আগুনের হাত থেকে বরাত জোরে বাঁচলেন দেবচন্দ্রিমা

Debchandrima Singha Roy Incident: ফটোশুটের সময় মারাত্মক বিপদ। কোনওক্রমে প্রাণে বাঁচলেন অভিনেত্রী। দখুন সেই হাড়হিম করা ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
আগুনের হাত থেকে বরাত জোরে বাঁচলেন দেবচন্দ্রিমা

আগুনের হাত থেকে বরাত জোরে বাঁচলেন দেবচন্দ্রিমা

Debchandrima Fire Incident: বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ দেবচন্দ্রিমা ভট্টাচার্য। 'সাঁঝের বাতি', 'সাহেবের  চিঠি'-এর মতো বেশ কিছু বাংলা মেগায় তাঁর অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। টলউডের গণ্ডি ছাড়িয়ে হিন্দি ধারাবাহিকেও কাজ করছন বং বিউটি। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেত্রী। এছাড়াও ফটোশুটেও মাত দেন দেবচন্দ্রিমা। সম্প্রতি সেই রকমই একটি ফটোশুট করতে গিয়ে মারাত্মক বিপদের হাত থেকে বরাত জোরে রক্ষা পেলেন অভিনেত্রী। একটি আগুন জ্বলা সংবাদপত্র হাতে নিয়ে ফটোশুটের জন্য পোজ দিচ্ছিলেন। আচমকাই আগুন পুরো কাগজে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে সংবাদপত্রটি মাটিতে রেখে সেখান থেকে চলে যান দেবচন্দ্রিমা। চোখে মুখে আতঙ্কের ছাপ একেবারে স্পষ্ট। 

Advertisment

সোশ্যাল  মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন টলিউডের বিশিষ্ট ফটোগ্রাফার ও স্টাইলিস্ট রুদ্র সাহা। আগুনের হাত থেকে কী ভাবে একটুর জন্য প্রাণ বাঁচলেন দেবচন্দ্রিমা? সেই মুহূর্তটাই ক্যামেরাবন্দি করেছেন রুদ্র ও তাঁর টিম। যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন নেটনাগরিকরা। অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করেছেন। সেই সঙ্গে লেটেস্ট ফটোশুটের বেশ কিছু ছবিও। কয়েকদিন আগে দুবাইয়ে ঘুরতে গিয়েছিল অভিনেত্রী। সেখান থেকেও একাধিক ছবি-ভিডিও পোস্ট করেছিলেন। এমনিতেই তো ভ্রমণপিপাসু অভিনেত্রী দেবচন্দ্রিমা। তাই 'সুহাগন চুড়েল' ধারাবাহিকে কাজ শেষ হতেই অবসরযাপনের জন্য দুবাই চলে যান দেবচন্দ্রিমা। 

Advertisment

প্রসঙ্গত, কালার্সের 'সুহাগন চুড়েল' ধারাবাহিকের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ টলিউডের অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের। তবে তিন মাস সম্পূর্ণ হতেই শেষ হয় এই ধারাবাহিক। এর আগে অন্য একটি হিন্দি ধারাবাহিকে কাজ করার কথা ছিল। কিন্তু, অসুস্থ হয়ে পড়ায় সেই মেগায় আর কাজ করা হয়নি দেবচন্দ্রিমার। প্রাক্তন প্রেমিক সায়ন্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেত্রী। কিরণের সঙ্গে বিচ্ছেদের পর সায়ন্তের বিরুদ্ধে অভিযোগ, তিনি মারধর করেন। সেই সুরে সুর মিলিয়েছেন দেবচন্দ্রিমা। যদিও সায়ন্ত সেই অভিযোগ অস্বীকার করেছেন। 

Bengali Serial Bengali Actress Bengali Television Hindi Television Bengali serial TRP debchandrima singha roy hindi serial