Dev-Subhashree Dhumketu: হৃত্বিক-রজনীকান্তকে ছাপিয়ে 'দেশু' ম্যাজিক, বাজনা বাজিয়ে কেক কেটে 'ধূমকেতু'-র মুক্তি উদযাপন

Dev-Subhashree Dhumketu: হৃত্বিক-রজনীকান্তকে ছাপিয়ে 'দেশু' ম্যাজিক, বাজনা বাজিয়ে কেক কেটে 'ধূমকেতু' মুক্তি উদযাপন ভক্তদের

Dev-Subhashree Dhumketu: হৃত্বিক-রজনীকান্তকে ছাপিয়ে 'দেশু' ম্যাজিক, বাজনা বাজিয়ে কেক কেটে 'ধূমকেতু' মুক্তি উদযাপন ভক্তদের

author-image
IE Bangla Entertainment Desk
New Update
devDev subhashree film Dhumketu teaser launch entertainment News

ধূমকেতু ম্যাজিকে বুঁদ ভক্তরা

Dhumketu Houseful: ১৪ অগাস্ট সেই বহু প্রতিক্ষীত দিন, অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ ন'বছর পর দর্শকের দরবারে 'ধূমকেতু'। প্রযোজক রানা সরকার যেদিন আনুষ্ঠানিকভাবে ধূমকেতু মুক্তির কথা ঘোষণা করেছিলেন সেদিন থেকেই উচ্ছ্বসিত দেব-শুভশ্রী ভক্তরা। অনেক বাধাবিপত্তি পেরিয়ে এক মঞ্চে 'দেশু'-কে দেখতে গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে নজরুল মঞ্চ ছিল কানায় কানায় পূর্ণ। আইকনিক 'মালা রে' গানে কোমর দোলাতেই নস্ট্যালজিক অনুরাগীরা। অপেক্ষা ছিল বড় পর্দায় আরও একবার পুরনো জুটির নতুন স্বাদ আস্বাদনের। অবশেষে এল সেই বহু প্রতিক্ষীত মুহূর্ত। ১৪ অগাস্ট ছবি মুক্তির মধ্যরাতে রায়গঞ্জের শো ছিল হাউজফুল। হলের ভিতর 'দেশু'-র পোস্টারে মালা পরিয়ে ঢাক-ঢোল বাজিয়ে দেব-শুভশ্রীর ধূমকেতু সেলিব্রেশনে মেতেছিলেন ভক্তরা।

Advertisment

শহর কলকাতাতেও যেমন উৎসবের আমেজ। দক্ষিণ কলকাতার নবীনা সিনেমহলের সামনে দেব-শুভশ্রী ভক্তের ঢল। তারকা জুটির প্ল্যাকার্ডের সামনে কেক কেটে আনন্দ উদযাপন অনুরাগীদের। রীতিমতো শোভাযাত্রা করেছেন 'দেশু' জুটির অনুগামীরা। মালা জড়ানো দেব-শুভশ্রীর ধূমকেতুর পোস্টার, আর রাস্তা দিয়ে বাজনা বাজিয়ে নাচতে নাচতে যাচ্ছেন ভক্তরা। বৃহস্পতিবার সকালে এমনই এক দৃশ্যের সাক্ষী থাকল তিলোত্তমা। বাংলা ছবি এবং জুটিকে ঘিরে এমন উচ্ছ্বাস বোধহয় আগে কখনও দেখেনি শহর কলকাতা। ধূমকেতু ক্রেজ যে একেবারে তুঙ্গে সে কথা আর আলাদা করে বলার অপেক্ষাই রাখছে না।

Advertisment

 ধূমকেতু জ্বরে কাবু সিনেপ্রেমীরা। কাজের ব্যস্ততাকে দূরে রেখে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে ফেলেছেন অনেকেই। হল ভিজিটে গিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সহ প্রযোজক রানা সরকার, রুদ্রনীল। বাংলার সিনেমার এহেন দুর্দান্ত সাফল্যে প্রত্যেকের মুখেই তৃপ্তির হাসি। লাস্ট বাট নট ইন লিস্ট মুক্তির আগেই ২০০ শো হাউজফুল, নতুন রেকর্ড গড়ে নয়া ইতিহাস রচনা করল বাংলা সিনেমা। ন'বছরের পুরনো একটি ছবিকে ঘিরে এমন উন্মাদনা বোধহয় কলাকুশলীরাও আশা করেননি। ধূমকেতু মুক্তি পেতেই দেব-শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ চক্রবর্তী। 

তিনি লিখেছেন, 'এত বছরের প্রতীক্ষা শেষ। 'ধূমকেতু' উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মত। দেব-শুভশ্রী, কৌশিক গঙ্গোপাধ্যা সহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় ধূমকেতু মিস করবেন না যেন!' অন্যদিকে দেব বৃহস্পতিবার সকালে বিনোদিনী থিয়াটারের ছবি শেয়ার করেছেন, যেখানে প্রতিটি শোয়ের হাউজফুল বোর্ড ঝুলছে। একইসঙ্গে আর্জি, 'দয়া করে সিনেমার কোনও স্পয়লার বা কোনও রকমের ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।'

Dev Subhashree Ganguly