Bhumika Chawla: বলিউড ফ্যানেরা যে কয়েকটি ছবির কথা কোনওদিন ভুলতে পারবেন না, তার মধ্যে একটি অবশ্যই 'তেরে নাম'। ছবির সেই নিষ্পাপ সুন্দর নায়িকা এখন কেমন দেখতে?
Bhumika Chawla, Tere Naam: সময় যে কীভাবে চলে যায়, খেয়ালই থাকে না। 'তেরে নাম' মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। সলমন খানের সেই সময়ের খুব কম ছবিই ছিল যা সুপারহিট হয়নি। 'তেরে নাম'-এ সলমনের লুক এবং ট্র্যাজিক প্রেমের গল্প যেমন দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল প্রবলভাবে, তেমনই সব বয়সের বলিউড দর্শকই মুগ্ধ হয়েছিলেন নায়িকার নিষ্পাপ সৌন্দর্যে। ভূমিকা চাওলা-কে তার আগে দেখে নি হিন্দি ছবির জগৎ। কারণ ভূমিকার অভিনয় জীবন শুরু হয় দক্ষিণী ছবি দিয়ে। এখনও তিনি দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তবে যে সব বলিউড-দর্শক ভূমিকাকে এতদিন মিস করেছেন, তাঁদের জন্য সুখবর, 'এম এস ধোনি'-পরে আবারও দেখা যাবে তাঁকে হিন্দি ছবিতে।
Advertisment
ভূমিকা এখন যেমন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
আগামী ৩১ মে মুক্তি পেতে চলেছে প্রভু দেবা ও তমন্না ভাটিয়া অভিনীত হরর থ্রিলার 'খামোশি'। ওই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভূমিকা। ২০০৩-এ 'তেরে নাম'-এর পরে খুব বেশি হিন্দি ছবিতে তাঁকে দেখা যায় নি কারণ বেশিরভাগ সময়েই ভূমিকা ব্যস্ত থেকেছেন তামিল, মালয়ালম, কন্নড় অথবা তেলুগু ছবির কাজ নিয়ে।
ভূমিকার ফিল্মি কেরিয়ারে রয়েছে বেশ অনেকগুলি ভাষার ছবি। ভোজপুরী এবং পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন তিনি। তবে বরাবরই তাঁর ঝোঁক ছিল দক্ষিণে এবং দক্ষিণী ছবির জগতে তাঁর সাফল্যও অনেক বেশি। ২০০৭ সালে বিয়ে করেন ভূমিকা তাঁর দীর্ঘদিনের যোগ প্রশিক্ষক ভরত ঠাকুরকে। কিন্তু বিয়ের পরে তাঁর অভিনয় জীবন অন্য অনেক নায়িকার মতো স্তব্ধ হয়ে যায় নি। এমনকী ২০১৪ সালে তাঁর ছেলের জন্মের পরেও কিন্তু খুব বেশিদিন সময় নেন নি তিনি আবারও অভিনয় শুরু করতে।
'খামোশি'-তে ভূমিকা চাওলার লুক
উপরের এই ছবিটি দেখলেই বোঝা যায় যে, ২৪-এর ভূমিকা আর ২০১৯ সালে দাঁড়িয়ে বছর ৪০-এর ভূমিকার লুকে খুব বেশি পার্থক্য নেই। হয়তো দীর্ঘদিনের যোগাভ্যাসই এর কারণ। 'খামোশি'-র ট্রেলারে এক ঝলকই দেখা গিয়েছে ভূমিকাকে, কিন্তু ছবির গল্পে এই চরিত্রটি যে বেশ গুরুত্বপূর্ণ, তা বোঝা গিয়েছে। আপাতত অপেক্ষা ৩১ মে-র।