/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/yash.jpg)
যশ-মধুমিতাকে নিয়ে নুসরত
নুসরত যশ! দুই তারকা দম্পতিকে নিয়ে বিতর্কের শেষ নেই। কখনও চর্চায় তাঁদের ছেলে ঈশান আবার কখনও তাঁদের কাজের সূত্রে আলোচনার শীর্ষে থাকতে হয়। তাঁদের সম্পর্কের সুতো নিয়ে নাড়াচাড়া হয় বেশ মাত্রায়। তবে এবার...
যশ এর সঙ্গে নুসরতের নাম জড়িয়েছে অনেক পর। প্রথম থেকেই যশ এবং যে নায়িকাকে নিয়ে চর্চা হত তিনি আর কেউ না বরং মধুমিতা সরকার। পাখি এবং অরণ্য জুটি ছিল ফ্রেমে বাঁধিয়ে রাখার মত। আজও বোঝেনা সে বোঝেনা সংক্রান্ত কোনও ভিডিও স্ক্রিনে এলে চোখের পলক পরে না ভক্তদের। শুধু তাই নয়, মধুমিতা এবং যশ দুজনেই বেশ ভাল বন্ধু। তো, যশ এর এই প্রথম কোস্টার কে নিয়ে কী মতামত নুসরত এর?
দুজনের কেমিস্ট্রি আদৌ উপভোগ করেন নাকি পাখি এবং অরণ্যের গভীর প্রেম দেখলে রাগ হয় তাঁর? নুসরাত নিজের সোশ্যাল মিডিয়াতেই জানালেন একথা। Ask me anything - এখন বেশ জনপ্রিয়। তারকারা অনুরাগীদের সঙ্গে কথা বলেন নানা বিষয়ে। সেই প্রসঙ্গেই এক ভক্ত জিজ্ঞেস করে বসেন যশ এবং মধুমিতার জুটিকে কেমন লাগে তাঁর? উত্তরে নুসরত কী বললেন?
আরও পড়ুন - ‘দেবশ্রীর সঙ্গে বিয়েটা ছেলেখেলা…’, ৬১-তেও প্রেমিক মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
যশ ঘরণীর কথায়, আমার সবথেকে পছন্দের জুটি তাঁরাই। সঙ্গে একটি ভালবাসার ইমজি জুরেছেন তিনি। একদিকে, তিনি যেমন শুটিংয়ে ব্যস্ত তেমনই এও জানালেন যে জীবনে কিছু খারাপ হলে কিভাবে তার সঙ্গে নিজেকে মানিয়ে নেন তিনি। বললেন, আমি এত ভাবীই না। যা হয়ে গিয়েছে সেটাকে শুধু ভুলে যাওয়ার চেষ্টা করি।
প্রসঙ্গত, কিছুমাস আগেই নুসরত এবং যশ একসঙ্গে প্রযোজনা সংস্থার শুরু করেছেন। সেই সংস্থার প্রথম ছবি মেন্টালের শুটিং চলছে জোরকদমে। ছবিতে একসঙ্গে জোট বাঁধছেন তাঁরা।