/indian-express-bangla/media/media_files/2025/02/28/KhwOhu6UZtdQhpyaz7pz.jpg)
রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন প্রীতি?
Priety Zinta News: লম্বা বিরতি কাটিয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় গ্র্যান্ড কামব্যাক করতে চলেছেন বলিউডের বাবলি গার্ল প্রীতি জিন্টা। সৌজন্য লাহোর ১৯৪৭ (Lahore 1947)। তার আগেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। অভিযোগ, বিজেপি ঘনিষ্ঠ হওয়র দরুণ প্রীতি জিন্টার মোটা টাকা ঋণ মুকুব করে দিয়েছে নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক। এক্স হ্যান্ডেলে 'কংগ্রেস কেরালা' নামক একটি পোস্টে প্রীতির বিরুদ্ধে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বিজেপি নাকি প্রীতি জিন্টার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে। সেই জন্য প্রীতি জিন্টার ১৮ কোটি টাকা ঋণ মুকুব করে দিয়েছে। যদিও এই খবরের সত্যতা অস্বীকার করেছেন প্রীতি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে Ask Me Anything session-এ নানা বিষয়ে কথা বলেন। প্রীতির এক ভক্ত জানতে চান, তিনি এই ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন কিনা।
প্রীতি বলেন, 'আমার মনে হয় না এভাবে কাউকে অপমান করা উচিত। অন্য কারও দোষের দায়ভার তো তাঁর উপর চাপিয়ে দেওয়া যায় না। উনি আমাকে সরাসরি কিছু বলেননি বা আমাকে উদ্দেশ্য করে বলেননি। দলের কোনও এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আমাকে আক্রমণ করেছেন। সেই কাজের জন্য তো উনি দায়ী নন। আমি যে কোনও সমস্যা মুখোমুখি হয়ে সমাধানে বিশ্বাসী। ছায়াযুদ্ধে নয়। আমার ব্যক্তিগতভাবে ওঁর সঙ্গে কোনও শত্রুতা নেই। তাই ওনাকেও শান্তি দিন আর আমিও শান্তিতে থাকি।' এই মন্তব্যে তাঁকে প্রকৃত যোদ্ধা বলে সম্বোধন করেছন প্রীতির এক ভক্ত।
I don’t think it’s fair to vilify anyone like that, as he is not responsible for someone else’s actions. I believe in handling problems or issues directly & not through proxy battles. I also have no problem with Rahul Gandhi, so let him live in peace & I will live in peace too 😀 https://t.co/LAAGOdOJri
— Preity G Zinta (@realpreityzinta) February 27, 2025
প্রীতি কবে রাজনীতিতে যোগ দেবেন সেই নিয়েই তাঁর দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ভক্তরা। প্রীতির সাফ জবাব, 'না না রাজনীতিতে যোগ দেওয়ার কোনও প্রশ্নই নেই। বহুবছর অনেক রাজনৈতিক দলের তরফে টিকিট পাওয়ার প্রস্তাব পেয়েছি। কিন্তু, রাজনীতিতে আমার কোনওদিনই আগ্রহ নেই। আর আমাকে সৈনিক বলাটা খুব একটা ভুল নয়। কারণ আমি এক সেনার সন্তান, এক সেনার বোন।' তবে রাজনৈতিক প্রশ্নে বেশ বিরক্ত প্রীতি। চ্যাট সেশনে বিরাট-এর অনুরাগীকেও একহাত নিলেন প্রীতি।
প্রোফাইল পিকচরে বিরাট কোহলির ছবি দিয়ে এক ব্যক্তি প্রীতিকে খোঁচা মেরে লেখেন, 'মুখের যা অবস্থা তাতে 'লাহোর ১৯৪৭'-এ সুযোগ পাওয়ার কথা নয়। খুশি করে এই কাজ পেয়েছেন প্রীতি!' তিনিও চুপ থাকার পাত্রী নন। পালটা বলেন, 'যাঁর নিজের মুখ দেখানোর সাহস নেই, খ্যাতনামীর ছবি ব্যবহার করেন, তাঁকে জবাব দেওয়ার প্রশ্নই নেই।' ওই নেট নাগরিক চুপিচুপি নিজের ডিপি বদলে রেখেছেন কুকুরের ছবি। বিরাট অনুরাগীদের সেটি নজর এড়িয়ে যাওয়ায় চরম কটাক্ষের শিকার হন।
সোশ্যাল মিডিয়ায় কোহলির এক ভক্ত কড়া ভাষায় লেখেন, 'কেন খামোকা বিরাটকে জড়াচ্ছেন! নিজের ওজন বুঝে কথা বলুন!' প্রীতি ফের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, বিরাটকে আমিও খুব শ্রদ্ধা করি। কিন্তু আপনারা দেখেননি, যিনি আমাকে কটাক্ষ করছিলেন তিনি বিরাটের ছবি ব্যবহার করছিলেন। আমি বলার পর সেই ছবি বদলে দিয়েছেন।'