Shah Rukh Khan-Suhana Khan: সমাজ যতই উন্নত হোক, আজও ধর্ম নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। বিশেষ করে হিন্দু-মুসলিম নিয়ে চর্চা তো শুদু সাধারণ ঘরেই নয়, ধর্মীয় বিভেদ নিয়ে মন্তব্য দেখা যায় বিটাউনের অন্দরেও। সোনাক্ষী সিনহা জাহির ইকবালের বিয়ে তারই টাটকা উদাহরণ। হোলিতে সোনাক্ষী সিনহা, স্বরা ভাস্করের দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। দুজনের জীবনসঙ্গীই মুসলিম, তাঁরা ইসলাম ধর্মাবলম্বী হওয়ার জন্য রঙ খেলেননি? এমন প্রশ্নবাণে বিদ্ধ হয়েছেন দুই বলি ডিভা। যদিও তাঁরা যোগ্য জবাব দিয়েছেন। একটু পিছন ফিরে তাকালে দেখা যায় বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী হিন্দু, সইফ পত্নী করিনাও বিয়ের পর এখন নবাব বেগম। ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে তাঁদেরও অতীতে অনেক সমালোচনার শিকার হয়েছেন। কিন্তু, প্রত্যেকেই পরস্পরের ধর্মকে সম্মান করেন।
কিন্তু, জানেন সুহানা যখন তাঁর বাবার কাছে জানতে চান, তিনি কোন ধর্মের? শাহরুখ কী ভাবে মেয়ের স্কুলের ফর্ম ভর্তি করেন? সাম্প্রতিক অতীতে শাহরুখ একটি টিভি শোয়ে বলেছিলেন, 'আমরা হিন্দু-মুসলিম নিয়ে কথা বলি না। আমার স্ত্রী হিন্দু, আমি মুসলিম আর আমার সন্তানরা ভারতীয়।' সুহানার স্কুলের একটি ঘটনা শেয়ার করেছিলেন শাহরুখ। প্রতিটি স্কুলের ফর্মেই পড়ুয়ারা কোন ধর্মের তা উল্লেখ করতে করতে হয়। সুহানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। সেই মুহূর্তের কথা উল্লেখ করে বাদশা বলেছিলেন, 'যখন সন্তানরা স্কুলে যেত তখন ওদের ফর্ম ভর্তি করতে হত। সেখানে উল্লেখ করতে হত তাঁরা কোন ধর্মের। মেয়ে তখন অনেকটাই ছোট। আমার কাছে জানতে চেয়েছিল বাবা আমরা কোন ধর্মের? আমি তখন বলেছিলাম কোনও ধর্মেরই নয়, আমরা ভারতীয়।'
গৌরীকে বিয়ে করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। এক সাক্ষাৎকারে সেই কথা নিজেই বলেছিলেন কিং খান। গৌরী শাহরুখের নাম বদলে পরিবারের কাছে 'অভিনব' বলে পরিচয় দিয়েছিলেন। যাতে গৌরীর পরিবার না বোঝে মুসলিম পরিবারের ছেলেকে তিনি ভালবেসেছেন। বিয়ে সুসম্পন্ন হতেই শ্বশুরবাড়ির সঙ্গে দুষ্টুমি করেছিলেন শাহরুখ। তিনি বলেছিলেন, খান পরিবারে বিয়ের পর এখন গৌরীর নাম বদলে হয়ে যাবে আয়েশা। সর্বদা বোরখার আড়ালেই থাকতে হবে। জামাইয়ের কথা শুনে তো একেবারে চক্ষুচড়কগাছ! কিন্তু, যখন বুঝলেন এটা নিছক মজা তখন স্বস্তি পেল গৌরীর পরিবার।