Shahid-Kareena: 'আমাদের একসঙ্গে দেখে মানুষের ভাল লেগেছে', প্রাক্তন করিনার সঙ্গে ফ্রেমবন্দি হতেই আর কী বললেন শাহিদ?
Shahid-Kareena IIFA 2025 stage: একমঞ্চে শাহিদ কাপুর ও করিনা কাপুর। একে অপরের সঙ্গে হাসি মুখে কথা বললেন। জড়িয়ে ধরলেন। প্রাক্তনের সঙ্গে কাটানো সেই মুহূর্ত নিয়ে কী বললেন শাহিদ?
প্রাক্তন করিনার সঙ্গে ফ্রেমবন্দি হতেই আর কী বললেন শাহিদ?
Shahid On Kareena Kapoor Khan: শনিবার জয়পুরে IIFA ২০২৫-এর সাংবাদিক সম্মেলনে 'রিইউনিয়ন মোমেন্ট' বা পুনর্মিলনের মুহূর্ত। চিত্র সাংবাদিকের ক্যামেরাবন্দি প্রাক্তন প্রেমিকযুগল শাহিদ কাপুর ও করিনা কাপুর খান। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল শাহিদ-করিনা মোমেন্ট। ভক্তরা তো একেবারে আনন্দে উৎফুল্ল। এক ফ্রেমে যেন প্রাক্তন জুটির রঙিন জলছবি! একে অপরকে এড়িয়ে যাওয়ার বদলে দুজনে হাসি মুখে কথা বললেন। এই মুহূর্তটা যেন আরও একবার নাড়া দিল সেই জব উই মেট-এর গীত-আদিত্যর অন স্ক্রিন খাট্টামিঠা রসায়নকে। পাশাপাোশি দাঁড়িয়ে হাসি মুখে কথা বলা নিয়ে অবশ্য শাহিদ একদম 'কুল'। তাঁর মতে, এটা তো খুব স্বাভাবিক। এর মধ্যে তিনি কোনও অস্বাভাবিকতা দেখতে পাচ্ছেন না।
Advertisment
IIFA Digital Awards-এর সবুজ কার্পেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহিদ বলেন, 'এটা তো আমাদের জন্য নতুন কোনও বিষয় নয়। আজ স্টেজে দেখা হয়েছে। অন্যদিন অন্য কোনও জায়গায় আমাদের দেখা হবে। এটা আমাদের জন্য খুব স্বাভাবিক একটা বিষয়। কোনও অস্বাভাবিকতা নেই। আমাদের একসঙ্গে দেখে মানুষের ভাল লেগেছে, সেটা আমার ভাল লাগছে।' শনিবার আইফার মঞ্চে শাহিদ-করিনা একসঙ্গে ফ্রেমবন্দি হতেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু। এমন দৃশ্য দেখে প্রাক্তন জুটির ভক্তদের চোখ যেন একেবারে জুড়িয়ে যাচ্ছে। কিন্তু, শাহিদ একটা বিষয় স্পষ্ট করে দিলেন অতীতের কোনও প্রভাব বর্তমানে তঁদের জীবনকে প্রভাবিত করে না।
প্রসঙ্গত, দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২৪-এ শাহিদকে এড়িয়ে গিয়েছিলেন করিনা। সেই ভিডিও-ও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে বছর ঘুরতেই বদলে গেল চিত্রটা। ২০০০ সালে শাহিদ-করিনা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। দীর্ঘদিন প্রেম করার পর ২০০৭-এ আলাদা হয় দুজনের পথ। 'ফিদা', 'চুপ চুপ কে', 'মিলেঙ্গে মিলেঙ্গে'-এর মতো বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তবে শাহিদ-করিনা জুটির সর্বকালেরল সেরা ছবি 'জব উই মেট'। ওই ছবির শুটিংয়ের শেষভাগেই ভেঙে যায় দুজনের সম্পর্ক।
২০১২-এ সইফ আলি খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন করিনা। ২০১৬-তে সইফিনার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খান আর ২০২১-এ পতৌদি পরিবারে পরিবারে আসে তঁদের খুদে সদস্য জেহ। অন্যদিকে মীরা রাজপুতকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন শাহিদ। তারকা দম্পতিও দুই সন্তানের বাবা-মা। ২০১৬-এ শাহিদ-মীরার ঘরে আসে রাজকন্যা মিশা কাপুর আর ২০১৮-এ সেপ্টেম্বরে কাপুর পরিবারে আসে রাজপুত্র।