বছর কুড়ি বাদে, আবার বড়পর্দায় একফ্রেমে দেখা যাবে সইফ আলি খান (Saif Ali Khan) এবং হৃতিক রোশন (Hrithik Roshan) জুটিকে। ২০০২ সালে এশা দেওলের 'না তুম জানো না হাম' ছবিতে দেখা গিয়েছিল বলিউডের এই দুই সুপারস্টারকে। বক্স অফিসে সেই ছবি লাভের মুখ দেখতে না পারলেও সিনেদর্শকরা এবার ফের সেই নস্ট্যালজিয়ায় ফিরতে পারবেন। কারণ, অ্যাকশন-প্যাকড সুপারহিট তামিল ছবি 'বিক্রম-বেধা'র (Vikram Vedha) হিন্দি রিমেক হতে চলেছে। আর সেই বলিউডি ভার্সনেই অভিনয় করবেন সইফ-হৃতিক। শনিবার এই বিগ বাজেট প্রজেক্টের ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, তামিল ছবি 'বিক্রম-বেধা'তে অভিনয় করেছিলেন দক্ষিণী দুই ডাকসাইটে অভিনেতা আর মাধবন (R Madhavan) এবং বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। ২০১৭ সালে বড়পর্দা তথা বক্স অফিস কাঁপিয়েছিল এই অ্যাকশন-থ্রিলার। নেপথ্যে পরিচালকজুটি পুষ্কর-গায়েত্রী। এবার সেই সুপারহিট ছবিকেই বলিউডি ফরম্যাটে আনা হবে সইফ আলি খান ও হৃতিক রোশনের হাত ধরে।
<আরও পড়ুন: ‘স্লিম হন, দেখতে সুন্দর লাগবে’, শুভশ্রীকে জোর কটাক্ষ! পাল্টা দিলেন নায়িকা>
এক গ্যাংস্টার এবং একজন পুলিশ অফিসারের ইঁদুর-বিড়াল দৌঁড় দেখানো হয়েছিল ছবিতে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। অসত্যের উপর সত্যের জয়, সেই বার্তাকেই ট্যুইস্টের মোড়কে হাজির করেছিলেন পরিচালক-জুটি। যেখানে মাধবন অভিনয় করেছিলেন পুলিশের চরিত্রে এবং বিজয় সেতুপতিকে দেখা গিয়েছিল এক গ্যাস্টারের ভূমিকায়। শেষমেশ কাহিনি মোড় নেয় অন্যদিকে। এবার দক্ষিণের সেই রোমাঞ্চকর কাহিনিই বলিউডে আসছে নয়া মোড়কে। হিন্দি রিমেকের পরিচালনাতেও রয়েছেন পুষ্কর-গায়েত্রী। শনিবার এই খবর নিশ্চিত করেছেন সিনে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। এই ছবি ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, পৌরাণিক কাহিনি 'বেতাল পচ্চিশি'র বিক্রম-বেতালের গল্প নিয়েই তৈরি হয়েছিল তামিল ছবি 'বিক্রম-বেধা'। এবার সেটা হিন্দিতে দেখা যাবে সইফ-হৃতিক জুটিকে নিয়ে। বলিউডের দুই সুপারস্টার যখন, তখন এই ছবি নিয়ে সিনেদর্শকদের যে আলাদা একটা কৌতূহল থাকবে, তা বলাই বাহুল্য।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন