/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/war-759.jpeg)
পর্দায় ঋত্বিক ও টাইগারের যুগলবন্দী।
আড়াই মিনিটের প্রোমোতে হৃতিক রোশন ও টাইগার শ্রফের যুযুধান সংলাপ বিনিয়ম মুগ্ধ করবে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবিতে হৃতিক ও টাইগার ছাড়াও দেখা যাবে বাণী কাপুর এবং আশুতোষ রানা। ছবিতে হৃতিকের চরিত্রের নাম খালিদ। দু'জনেই ছবিতে এজেন্টের ভূমিকায়, কিন্তু পরবর্তীতে পথভ্রষ্ট হন একজন। তখনই জুনিয়রের উপর দায়িত্ব পরে সিনিয়রকে জব্দ করার।
ছবি সম্পর্কে আগেই সিদ্ধার্থ আনন্দ বলেছিলেন, ''যখন ভারতের দুজন বড় মাপের এবং সেরা অ্যাকশন সুপারস্টার একটি ছবিতে কাজ করেন, উপরন্তু একে অপরের বিপরীতে কাজ করেন তখন প্রয়োজনীয় হয় মানানসই নামে। যা ছবিটাকে বিশাল মাত্রা দেবে। হৃতিক ও টাইগার সামনাসামনি হলে, দর্শক দ্বন্দ্বে পড়বে কাকে ছেড়ে কাকে দেখবে।''
আরও পড়ুন, পাভেলের গল্পেই পর্দায় বাজিমাৎ আয়ুষ্মান খুরানার
You’ll need your team to console you when this war is won #WAR, @iTIGERSHROFF. #TeamHrithik make some noise! #WarTrailer#HrithikvsTiger#TeamHrithik@vaaniofficial#SiddharthAnand@yrfhttps://t.co/5yXDWJWucJpic.twitter.com/ITXq4VPHzg
— Hrithik Roshan (@iHrithik) August 27, 2019
'সুপার থার্টি' ছবিতে শেষ দেখা গিয়েছে গ্রিক গড জুনিয়র রোশনকে। টাইগার শ্রফ কাজ করেছেন 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু' ছবিতে। তবে পরিচালক এর আগে 'ব্যাং ব্যাং' ছবিতে হৃতিকের সঙ্গে কাজ করেছেন। সেখানে অবশ্য ক্যাটরিনা কাইফও ছিলেন। 'ওয়ার' মুক্তি পেতে চলেছে ২ অক্টোবর।