Advertisment
Presenting Partner
Desktop GIF

Hrithik Roshan Girlfriends: বিয়ে করেছেন একটা, কিন্তু একাধিক নায়িকাকে মন দিয়েছেন হৃতিক, দেখুন তো তাঁদের চেনেন কিনা?

Hrithik Roshan News: বলিউডে একাধিক ছবি, তিনি তাঁর কাজের সঙ্গে সঙ্গে পরিচিত, নাচের জন্যও। কিন্তু, এই নায়িকারা যে তাঁর প্রেমিকা ছিলেন, সেকথা জানতেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
hrithik birthday-from kangana to priyanka who actor dated

হৃতিকের প্রেমিকাদের তালিকা বেশ লম্বা, দেখুন তো... Photograph: (ফাইল চিত্র )

হৃতিক রোশন ৫০ এর গণ্ডি পেরিয়েছেন। আজ তাঁর ৫১তম জন্মদিন। অভিনেতা নিজের জীবনে শুধু কাজের জন্য নয়, বরং নিজের চেহারা থেকে শুরু করে, এমনকি তাঁর জীবনে প্রেমিকাদের অন্ত ছিল না। এবং, তাঁদের মধ্যে সকলেই বলিউডের নায়িকা।

Advertisment

অভিনেতা গ্রীক গড হিসেবে পরিচিত। এবং তাঁর লুকস সব ছবিতেই দারুণ প্রশংসা পায়। তিনি তাঁর কাজের সঙ্গে সঙ্গে পরিচিত, নাচের জন্যও। কিন্তু, এই নায়িকারা যে তাঁর প্রেমিকা ছিলেন, সেকথা জানতেন? দেখুন তো তালিকা মিলছে কিনা....

১. করিনা কাপুর এবং হৃতিক রোশন এর সম্পর্ক দানা বাঁধতে শুরু করে মুঝসে দোস্তি কারোগের ছবিতে। যদিও তারা নিজেদের সম্পর্ক কখনও প্রকাশ্যে আনেননি। কিন্তু, দুজনের উপস্থিতি অনেক জায়গায়, গুজব তুলেছিল।

Advertisment

২. ক্যাটরিনা কাইফ এবং হৃতিক রোশনের মধ্যে সম্পর্ক বেশ সুন্দর দানা বাঁধছিল। এমনকি, এও শোনা যায়, কঙ্গনা রানাউতের সঙ্গে বিচ্ছেদ নাকি তাঁর ক্যাটরিনার জন্যই হয়েছিল।

৩. কঙ্গনা রানাউত এর সঙ্গে তাঁর সম্পর্ক এবং আইনি ফ্যাসাদের কথা, বেশিরভাগের জানা। বরং হৃতিকের সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত বেশি হয়, জাভেদ আখতারের দরুন। তারপর, এই সম্পর্ক আর বেশিদিন টেকেনি।

৪. বারবারা মোরি, যিনি হৃতিকের কাইটসের অভিনেত্রী, তাঁকেও ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল হৃতিকের সঙ্গে। তাঁর সঙ্গে সম্পর্ক বেশ গাঢ় হচ্ছিল তাঁর। কিন্তু, তারপর আর এগোয় নি বাকিটা।

৫. প্রিয়াঙ্কা চোপড়া, এই অভিনেত্রী যিনি অগ্নিপথ ছবির সময় হৃতিকের সঙ্গে কাজ করেছিলেন, তাঁদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছিল মারাত্মক। কিন্তু, তারপর প্রিয়াঙ্কা বলিউড ছেড়ে দিয়ে, হলিউড পাড়ি দেন।

Happy Birthday Hrithik Roshan: 5 Best Pics With Saba Azad

৬. সাবা আজাদ, বর্তমানে তিনি হৃতিকের প্রেমিকা। এই অভিনেত্রীর সঙ্গে তিনি প্রেম করছেন বেশ কিছুদিন হল। দাম্পত্যে ইতি টানার পর, সাবাকে নিয়ে এদিক ওদিক ঘুরছেন হৃতিক।

bollywood Hrithik Roshan Hrithik-Saba
Advertisment