/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/madhavan.jpg)
হৃতিক রোশন, মাধবন
জন্মদিনে অনুরাগীদের বিশেষ চমক দিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। সোমবার প্রকাশ্যে নিয়ে এলেন তাঁর ফিল্মি কেরিয়ারের ম্যাগনাম অপাস 'বিক্রম বেদা'র (Vikram Vedha) লুক। রক্তাক্ত চেহারা। কপালে ফেটে মুখ বয়ে ঝরে পড়ছে রক্ত। মুখ ভর্তি দাঁড়ি। এলোমেলো চুল। চোখে রোদচশমা। বলিউডের গ্রীক গড়-এর এমন অবতার দেখে মুগ্ধ হয়েছেন আর মাধবন (Madhavan)। যিনি কিনা আসল তামিল ছবিতে অভিনয় করেছিলেন। অতঃপর হৃতিক লুক প্রকাশ করার পর তাঁর প্রশংসা করতেও পিছপা হলেন না দক্ষিণী অভিনেতা।
উল্লেখ্য, এই সিনেমার সুবাদেই বছর কুড়ি বাদে, আবার বড়পর্দায় একফ্রেমে দেখা যাবে সইফ আলি খান (Saif Ali Khan) এবং হৃতিক রোশন জুটিকে। ২০০২ সালে এশা দেওলের ‘না তুম জানো না হাম’ ছবিতে দেখা গিয়েছিল বলিউডের এই দুই সুপারস্টারকে। বক্স অফিসে সেই ছবি লাভের মুখ দেখতে না পারলেও সিনেদর্শকরা এবার ফের সেই নস্ট্যালজিয়ায় ফেরার আশায় বুক বেঁধেছেন। কারণ, অ্যাকশন-প্যাকড সুপারহিট তামিল ছবি ‘বিক্রম-বেধা’র হিন্দি রিমেক হতে চলেছে। আর সেই বলিউডি ভার্সনেই অভিনয় করবেন সইফ-হৃতিক। সোমবার নিজের জন্মদিনে সেই ছবির লুক-ই সামনে আনলেন হৃতিক।
প্রসঙ্গত, তামিল ছবি ‘বিক্রম-বেধা’তে অভিনয় করেছিলেন দক্ষিণী দুই ডাকসাইটে অভিনেতা আর মাধবন (R Madhavan) এবং বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। সোমবার হৃতিকের লুক দেখে মাধবন বললেন, "আরে এই তো বেধা। আমি এই সিনেমা দেখার জন্য মুখিয়ে রয়েছি। দারুণ ভাই হৃতিক রোশন।"
<আরও পড়ুন: ‘বুম্বাদার সঙ্গে দেখা করব’ শিলাজিতের কাছে বায়না গড়গড়ির সোনামণির! প্রসেনজিৎ কী বললেন?>
২০১৭ সালে বড়পর্দা তথা বক্স অফিস কাঁপিয়েছিল তামিল এই অ্যাকশন-থ্রিলার। পৌরাণিক কাহিনি ‘বেতাল পচ্চিশি’র বিক্রম-বেতালের গল্প নিয়েই তৈরি হয়েছিল সেই সিনেমা। নেপথ্যে পরিচালকজুটি পুষ্কর-গায়েত্রী। এবার সেই সুপারহিট ছবিকেই বলিউডি ফরম্যাটে আনা হবে সইফ আলি খান ও হৃতিক রোশনের হাত ধরে। এখনও অবধি ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘বিক্রম-বেধা’। তবে অতিমারীর কোপে প্রেক্ষাগৃহে ওই সময়ে ধরা দেবেন কিনা সইফ-হৃতিক জুটি, তা বলবে সময়ই।
Now that’s a “Vedha” I do want to see…. Wow bro .. this is EPIC. Damnnnnn❤️❤️😉🤩🤩🤩🤩 https://t.co/jgw9CGAfSE
— Ranganathan Madhavan (@ActorMadhavan) January 10, 2022
এক গ্যাংস্টার এবং একজন পুলিশ অফিসারের ইঁদুর-বিড়াল দৌঁড় দেখানো হয়েছিল ছবিতে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। অসত্যের উপর সত্যের জয়, সেই বার্তাকেই ট্যুইস্টের মোড়কে হাজির করেছিলেন পরিচালক-জুটি। যেখানে মাধবন অভিনয় করেছিলেন পুলিশের চরিত্রে এবং বিজয় সেতুপতিকে দেখা গিয়েছিল এক গ্যাস্টারের ভূমিকায়। শেষমেশ কাহিনি মোড় নেয় অন্যদিকে। এবার দক্ষিণের সেই রোমাঞ্চকর কাহিনিই বলিউডে আসছে নয়া মোড়কে। হিন্দি রিমেকের পরিচালনাতেও রয়েছেন পুষ্কর-গায়েত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন