জন্মদিনে হৃত্বিককে কী বললেন সুজান?

তবে এতেই শেষ নয়, কাবিলের সহ অভিনেতা রোহিত রায় , রীতেশ দেশমুখ, পুলকিত সম্রাট, প্রীতি জিন্টা, রাজ নায়েক সহ আরও অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কৃষ অভিনেতাকে।

তবে এতেই শেষ নয়, কাবিলের সহ অভিনেতা রোহিত রায় , রীতেশ দেশমুখ, পুলকিত সম্রাট, প্রীতি জিন্টা, রাজ নায়েক সহ আরও অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কৃষ অভিনেতাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

৪৫ পা দিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। সোশাল মিডিয়া মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। বিচ্ছেদের পর অবিচ্ছেদ্য থাকার প্রমাণ রেখেছেন, তাঁর স্ত্রী সুজান খান। এবারের জন্মদিনেও ভালবাসা মিশ্রিত দীর্ঘ পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ২০১৪ সালে বৈবাহিক সম্পর্ক থেকে বিচ্ছেদ ঘটার পরও দুজন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন গত চারবছর। বহুবার তাদের দেখা গেছে দুই পুত্র সন্তান ঋহান এবং ঋধানকে নিয়ে ছুটি কাটাতে বা কখনও ডিনারে যেতে।

Advertisment

সুজান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তাদের জীবনের কিছু বিশেষ মুহুর্তের ছবি শেয়ার করে শুভেচ্ছা বার্তার সঙ্গে জানিয়ছেন তার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু হৃত্বিক রোশন।

তবে এতেই শেষ নয়, কাবিলের সহ অভিনেতা রহিত রায় , রিতেশ দেশমুখ, পুলকিত সম্রাট, প্রীতি জিন্টা, রাজ নায়েক সহ আরও অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কৃষ অভিনেতাকে।

Advertisment

সদ্য হৃত্বিক রোশন ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন তাঁর বাবা রাকেশ রোশনের ক্যান্সার ধরা পড়েছে। তবে স্বস্তির বিষয় , এখনও প্রথম ধাপে।

জিমে ব্যস্ত সত্তর ও বিশের দশকের দুই হিরো, তারই এক ছবি সহ মঙ্গলবার সোশাল মিডিয়াতে মন খারাপের দীর্ঘ পোস্ট করেন হৃত্বিক ৷ লেখেন, বেশ কিছুদিন আগেই বাবার গলায় ক্যানসার ধরা পরে। তবে তা এখনও প্রথম স্তরে। আজ তাঁর অস্ত্রপচারের দিন। তবুও জিমে কসরত করতে আসতে ভোলনি বাবা। তিনি একজন প্রাণবন্ত ব্যাক্তি। অভিনেতা জানিয়েছেন 'হৃত্বিক রোশন হয়ে ওঠার পিছনে তাঁর অবদান রয়েছে। পরিবারে তাঁর মতো একজন লিডার পেয়ে আমরা ভাগ্যবান মনে করি নিজেদের। লভ ইউ ড্যাড'।

Read the full story in English

bollywood bollywood movie