scorecardresearch

আম্বানির পার্টিতে প্রেমিকা সাবার জুতো হাতে ঘুরছেন হৃতিক! সুপারস্টারকে কুর্নিশ নেটপাড়ার

নারীদের প্রতি হৃতিকের এই সম্মান দেখে আপ্লুত নেটপাড়া।

Hrithik Roshan, Hrithik Roshan girfriend, Saba Azad, Hrithik Roshan Saba Azad, Bollywood couples, Bollywood stars, NMACC, Ambani's party, হৃতিক রোশন, সাবা আজাদ, হৃতিক রোশন সাবা আজাদ, বলিউড জুটি, আম্বানিদের পার্টি, বলিউডের খবর
আম্বানিদের পার্টিতে প্রেমিকা সাবা আজাদের জুতো হাতে হৃতিক রোশন

বলিউডের সুপারস্টার হয়েও প্রেমিকার জুতো হাতে নিয়ে ঘুরছেন হৃতিক রোশন! আর আম্বানিদের হাইপ্রোফাইল পার্টি থেকে সেই ছবি ভাইরাল হতেই নেটপাড়ায় চর্চা তুঙ্গে। প্রেমিকার প্রতি হৃতিকের প্রেম, শ্রদ্ধা-সম্মান দেখে আপ্লুত অনুরাগীরা।

বলিউড তারকাদের প্রেম-ভালবাসা যে অনুরাগীদের বারবার আদর্শ জুটির উদাহরণ তৈরি করেছে, তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। এবার হৃতিক তাঁর প্রেমিকার জন্য যা করলেন, সেই মিষ্টি আচরণ দেখে মশগুল নেটপাড়া। সম্প্রতি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের গ্র্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে জুটিতে হাজির হন হৃতিক-সাবা। তাঁদের রসায়ন পাপ্পারাজিদের নজর এড়ায়নি। সেখান থেকেই থেকেই একটি ছবি বেশ ভাইরাল হয়েছে।

হৃতিককে দেখা গেল সাবার হিল তোলা জুতো হাতে নিয়ে ঘুরতে এবং সকলের সঙ্গে কুশলমঙ্গল বিনিময় করতে। যা দেখে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। কেউ বলছেন, এটা প্রচারের জন্য নয়, আদতেই প্রেমিকা সাবা আজাদের অসুবিধে বুঝে জুতো হাতে নিয়ে ঘুরছেন তিনি। অন্যদিকে কেউ কেউ আবার রণবীর-দীপিকার অতীতের একটি কাহিনির কথা মনে করিয়ে দিয়েছেন। যেখানে রণবীরকে দীপিকার জুতো হাতে দেখা গিয়েছিল।

[আরও পড়ুন: তিস্তা তোর্সা ট্রেনে চেপে শিলিগুড়িতে! রাত ২.৪৫-এ অরিজিৎকে দেখতে NJP-তে ধুন্ধুমার কাণ্ড]

প্রসঙ্গত, বছর দুয়েক ধরেই হৃতিক রোশনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন সাবা আজাদ। প্রথমটায় রাখঢাক থাকলেও এখন প্রেম প্রকাশ্যে। বি-টাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, চলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জুটিতে। বলিউডের হাইপ্রোফাইল পার্টিতেও একে অপরের হাত ধরেই রেড কার্পেটে হাঁটছেন হৃতিক-সুজান। এবার আম্বানিদের পার্টিতে প্রেমিকার জুতো হাতে যেভাবে হৃতিককে দেখা গেল, তাতেই নেটপাড়ায় শোরগোল।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Hrithik roshan holds girlfriend saba azads heels in viral photo