Hrithik Roshan Injury: হাঁটুতে গুরুতর চোট, ক্র্য়াচে ভর করে অয়নের বাবার শেষকৃত্যে হৃত্বিক, কেমন আছেন অভিনেতা?

Hrithik Roshan At Deb Mukherjee Furenal: দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্যে এসেছিলেন হৃত্বিক রোশন। কিন্তু, ক্র্যাচে ভর করে আসেন বলিউডের গ্রীক গড। ওয়ার ২ শুটিংয়ের মাঝে কী হল অভিনেতার?

Hrithik Roshan At Deb Mukherjee Furenal: দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্যে এসেছিলেন হৃত্বিক রোশন। কিন্তু, ক্র্যাচে ভর করে আসেন বলিউডের গ্রীক গড। ওয়ার ২ শুটিংয়ের মাঝে কী হল অভিনেতার?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

ওয়ার ২ শুটিংয়ের মাঝে কী হল অভিনেতার?

Hrithik Roshan Health: রঙের উৎসবের আনন্দকে ফিকে করে চিরঘুমের দেশে কাজল-রানি মুখোপাধ্যায়ের কাকা দেব মুখোপাধ্যায়। তিনি পরিচালক অয়ন মুখোপাোধ্যায়ের বাবা। হোলির দিন বাবাকে হারিয়ে শোকে পাথর ব্রহ্মাস্ত্র খ্যাত পরিচালক। দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্য হাজির ছিলেন বিটাউন সেলেবরা। সেই তালিকায় রয়েছেন হৃত্বিক রোশন। সকলের মাঝে নজর কেড়েছেন বলিউডের গ্রীক গড। সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে ক্র্যাচ হাতে দেব মুখোপাধ্যায়ের শেষ কৃত্যে এসেছেন। 

Advertisment

সাংবদিকদের প্রশ্নের উত্তরে জানান, হাঁটুতে চোট পেয়েছেন। তাই এই মুহূর্তে ক্র্যাচ ছাড়া হাঁটা সম্ভব নয়। ওয়ার ২-র গানে নাচের মহড়া চলার সময় আঘাত পান হৃত্বিক। চোট বেশ গুরুতর তাই চিকিৎসক এখন আপাতত কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনাতেই ওয়ার ২-তে কাজ করছেন হৃত্বিক রোশন। সিনেমার প্রথম ভাগ দর্শকমহলে ভালই সাড়া ফেলেছিল। ওয়ার ২-তে এবার দীপিকার পরবর্তে দর্শক দেখবে কিয়ারা ম্যাজিক।

Advertisment

 হৃত্বিক রোশন, জুনিয়র এনটিআর, জন আব্রাহাম সহ রয়েছেন আরও অনেকে। ওয়ার ২-এর শুটিং শেষ করে ব্রহ্মাস্ত্র ২-র শুটিং শুরু করার কথা অয়নের। আলিয়া ভাটের প্রাক জন্মদিন সেলিব্রেশনে সংবাদমাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন রণবীর। ব্রহ্মাস্ত্রের দ্বিতীয় ভাগ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেই প্রতিশ্রুতিও দিয়েছেন অভিনেতা। তার মাঝেই মুখোপাধ্যায় পরিবারে অঘটন। 

 ১৪ মার্চ সকাল সাড়ে সাতটা নাগাদ ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গিয়েছেন অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়। তারকা পরিবারেই সন্তান ছিলেন দেব। ১৯৪১ সালের ২২ নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্ম দেব মুখোপাধ্যায়ের।  প্রয়াত অভিনেতা দেবের মা সতীদেবী মুখোপাধ্যায় ছিলেন কিংবদন্তী অভিনেতা অশোক কুমার, অনুপ কুমার এবং কিশোর কুমারের বোন। আর দাদা ছিলেন কাজলের বাবা সমু মুখোপাধ্যায়। অভিনয় কেরিয়ার শুরু করেন ছয়ের দশকে।

 'তু হে মেরি জিন্দেগি', 'অভিনেত্রী'-র মতো ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন।  'দো আঁখে অ্যান্ড বাতো বাতো ম্যায়', 'কিং আঙ্কেল', 'ম্যায় তুলসী তেরে অঙ্গন কি' -এর মতো ছবিতে অভিনয় করেছেন। কিন্তু, অভিনেতা হিসেবে সেভাবে সফল হহনি। তবে পরিচালক হিসেবে অয়ন মুখোপাধ্যায় ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। 

Hrithik Roshan Bollywood News Bollywood Actor bollywood movie