Hrithik Roshan, Jackie Chan: বলিউডের অনেক ছবিই মুক্তি পায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। বিশেষত চিনে হিন্দি ছবি বেশ জনপ্রিয়। সম্প্রতি হৃতিক রোশন গিয়েছেন চিনে কারণ আগামী ৫ জুন সেদেশে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি 'কাবিল'। আর ছবি সংক্রান্ত প্রচারের সূত্রেই হৃতিক দেখা করেছেন, আন্তর্জাতিক তারকা, বিখ্যাত অভিনেতা ও পরিচালক জ্য়াকি চ্যানের সঙ্গে।
মার্শাল আর্ট অ্য়াকশন ছবির ভক্ত যাঁরা, তাঁদের কাছে জ্যাকি চ্য়ান অনেকটা ঈশ্বরের মতো। হৃতিকও যে সেই দলে পড়বেন, সেটা খুবই স্বাভাবিক। কাবিল-এর প্রচারে গিয়ে এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়ে যাওয়ায় অত্য়ন্ত আনন্দিত বলিউড নায়ক। জ্য়াকির সঙ্গে ছবি তুলেছেন, সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলগুলিতে শেয়ারও করেছেন সেই ছবি। জ্য়াকি যে তাঁর কাছে অনুপ্রেরণা, সেই কথাও উল্লেখ করেছেন তিনি।
আরও পড়ুন: ডেটিং অ্য়াপ কি ভাল? ‘ইন্দু কি জওয়ানি’-র পরিচালক জানালেন গল্পের আগের গল্প
চিন থেকে হৃতিকের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট
জ্য়াকির যেমন সারা পৃথিবীজোড়া ফ্য়ান, চিনে হৃতিকের জনপ্রিয়তাও কিছু কম নয়। সেখানকার ফ্য়ানেরা চিনা ভাষায় তাঁকে বলেন 'দা শুয়াই', যার অর্থ অত্যন্ত সুপুরুষ। তবে কাবিলের প্রচার ছাড়াও চিনা সংবাদমাধ্য়মের কাছে হৃতিক তাঁর আগামী ছবি সুপার ৩০ নিয়েও কথা বলেছেন। হৃতিক জানান, সুপার ৩০ হল এমন একটি ছবি যা শিক্ষাব্য়বস্থা ও শিক্ষকদের কথা বলে। আমার মনে হয় তাই এই বিষয়বস্তুর দিক থেকে চিন ও ভারতের মধ্য়ে একটা সাদৃশ্য় রয়েছে কারণ এই দুই দেশেই শিক্ষক-শিক্ষিকাদের অত্য়ন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। দুই দেশের সমাজেই শিক্ষকদের স্থান সবার উপরে।
আরও পড়ুন: দশ মাসের সন্তান হারিয়ে ধারাবাহিকে ‘মা’! উঠে দাঁড়ালেন সুস্মিতা
ইনস্টাগ্রামে তাঁর চিন সফরের নিয়মিত আপডেট দিয়ে চলেছেন হৃতিক। সেদেশে মুক্তির জন্য কাবিল-এর বিশেষ পোস্টার তৈরি করা হয়েছে। সেই পোস্টারও শেয়ার করেছেন তিনি। ইয়ামি গৌতম ও হৃতিক অভিনীত কাবিল মুক্তি পায় ২০১৭ সালে। সঞ্জয় গুপ্ত পরিচালিত এই ছবির প্রযোজক রাকেশ রোশন। সমালোচকদের মধ্য়ে এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে ভালই ফল করে এই ছবি।