Hrithik Roshan Son: সময় যেন চোখের সামনে বয়ে যায়। এই তো সেদিন ছোট্ট ছেলেটাকে নিজের হাতে করে নিয়ে এসেছিলেন। আর আজ তাঁর দেখতে দেখতে ১৯ বছর বয়স? এখন সে ছোট্ট নয় বরং বিগ ম্যান। তাই তো, ছেলে নতুন জীবনে প্রবেশ করতেই তাঁর জন্মদিনে বাবা যা যা লিখলেন... তাতে মা সুজানের বক্তব্য...
হৃত্বিক রোশনের ছোট ছেলেকে কিছুদিন আগে খুব আলোচনা নয়। গজ দাঁতের সুন্দর ছেলেটিকে নিয়ে নানা স্বপ্ন সাজিয়েছিলেন অনেকেই। কেউ কেউ তো হাসির ছলে এমনও বলেছিলেন, যে বাবার সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলেটাও সব তরুণীদের মন কেড়ে নিয়েছে। এখানেই শেষ না। তাঁর মিষ্টি হাসিতে ভুলেছিল অধিকাংশ। আর এবার বড় ছেলে। তাঁর ১৯ বছর বয়স। তাই তো জীবনের এমন এক অধ্যায় এসে তিনি তাঁর ছেলেকে নিয়ে নানা কথা বলেন।
বড় ছেলে হৃহানকে নিয়ে তাঁর গর্বের শেষ নেই। শুধু তাই নয়, জীবনের শুরুতেই মোক্ষম পাঠ পড়ালেন তাঁকে হৃতিক। ছেলের ছবি শেয়ার করে তিনি লিখছেন, আমি তোমাকে এই জন্য ভালবাসি না, কারণ তুমি অসাধারণ। তুমি যেকোনো উপায়েই একজন ভাল মানুষ হবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু, তুমি যে এক্সিস্ট করো, আমি এতেই খুশি। আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মত আকর্ষণীয় কাউকে আমি দেখিনি। কী অসাধারণ মন তোমার। এখানেই থামলেন না তিনি। বরং ছেলেকে আরও কিছু ধারণা দিলেন।
ছেলেকে নিয়ে বাবা মায়ের অনেক স্বপ্ন থাকে। কিন্তু, আর যাই হোক! কোনভাবেই সন্তানের থেকে মুখ ফিরিয়ে নেওয়া যায় না। তাই তো তিনি বলেন, বাস্তবের দুনিয়ায় পা রাখতে চলেছ। কিন্তু জেনে রাখো, কোনোদিন এমন কিছুই হবে না যা তোমার প্রতি আমার ভালবাসার বদল ঘটাবে। আমি তোমায় এখন যে পরিমাণ ভালবাসি, এটা বদলাবে না। কোনও পরিমাণ সাফল্য এবং কোনও ত্রুটিই আমার চোখে তোমার মূল্যকে প্রভাবিত করতে পারে না। সুতরাং এগিয়ে যাও এবং ত্যাগ, স্বাচ্ছন্দ্য এবং ভালবাসায় অনায়াসে নিজেকে গড়তে থাকো। তোমার গভীরতা তোমাকে অনেক দূরে নিয়ে যাবে।"
এদিকে তাদের মা, এবং হৃতিকের প্রাক্তন সুজান? তিনি এই পোস্টে কী বলছেন? তিনি বলছেন, "এত সুন্দর করে বললে তুমি, ছেলেকে ভাল উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ।"