Sussanne Khan-Hrithik Roshan: প্রাক্তন স্ত্রী-এর প্রেমিকের সঙ্গে গুলুগুলু ভাব, ছেলেকে পাশে নিয়েই নতুন শুরু সুজানের...

Hrithik Roshan-Bollywood: সম্প্রতি, যখন সুজান হায়দ্রাবাদে তার ইন্টেরিয়র ডিজাইন উদ্যোগ, দ্য চারকোল প্রজেক্টে কাজ করেছিলেন, তখন জমকালো লঞ্চ পার্টিতে হৃতিকও উপস্থিত ছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
hrithik roshan-sussane khan bollywood news

Hrithik Roshan - Bollywood: সুজানের সঙ্গে ফের একবার হৃতিককে দেখা যেতেই... Photograph: (Instagram)

Sussanne Khan-Hrithik Roshan: অভিনেতা হৃতিক রোশন এবং তার প্রাক্তন স্ত্রী, ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান, ১০ বছরেরও বেশি হয়েছে তাঁরা আইনত আলাদা হয়েছেন। কিন্তু তবুও, বিশেষ অনুষ্ঠান এবং উদযাপনে তাদের দুজনকে প্রায়শই একে অপরের পাশে দেখা যায়। 

Advertisment

সম্প্রতি, যখন সুজান হায়দ্রাবাদে তার ইন্টেরিয়র ডিজাইন উদ্যোগ, দ্য চারকোল প্রজেক্ট, সম্প্রসারিত করেন, তখন জমকালো লঞ্চ পার্টিতে হৃতিকও উপস্থিত ছিলেন। সুজানের প্রেমিক, আরসলান গনিও লঞ্চ পার্টিতে অংশ নিয়েছিলেন। গালা ইভেন্টের কিছু অভ্যন্তরীণ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

একটি ছবিতে, হৃতিক রোশনকে সুজান খান এবং তার প্রেমিক আরসলান গনির সাথে পোজ দিতে দেখা গেছে। প্রাক্তন দম্পতির ছেলে, হৃধনকেও তাদের সাথে দেখা গেছে। এর আগে, আরসলান গনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি রিল শেয়ার করে লিখেছিলেন...

"আমার প্রিয় সুজান হায়দ্রাবাদে তুমি যা তৈরি করেছ তাতে আমি কতটা গর্বিত তা তোমাকে বলে বোঝাতে পারব না। গত দুই বছরে আমি তোমাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে দেখেছি। তুমি এত কঠোর পরিশ্রম করেছো যে তোমাকে এর জন্য সফল হতে দেখে আমার এত আনন্দ হয়। তুমি এমন একজন শিল্পী যার পূর্ণ সম্ভাবনার সাথে বিশ্ব এখনও পুরোপুরি পরিচিত হয়নি। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, আমার ভালোবাসা এবং আরও অনেক কিছু দেখতে দিন।" 

Advertisment

উল্লেখ্য, সুজন এবং হৃতিকের সম্পর্কের বাঁধন দেখে অনেকেই অবাক হন। দুজনে সন্তানদের সঙ্গেও রয়েছেন। আবার নিজেদের ব্যক্তিগত জীবনেও তাঁরা প্রেমে রয়েছেন। তাঁরা যে এতটা সাবলীল নিজেদের নিয়ে, তাতেই অবাক হন বেশিরভাগ। কেউ কেউ তো এমনও বলেন, তাঁরা নাকি দিব্যি আছেন। ছেলেরাও এসব দেখেই বড় হচ্ছে। কতটা উচ্চ ভাবনা চিন্তার পরিবার।

tollywood Hrithik Roshan Sussane Khan tollywood news Hrithik-Saba