/indian-express-bangla/media/media_files/2025/04/11/3xCvF2AwCrMV6AhFvwfP.jpg)
হৃত্বিকের অনুষ্ঠানে দেদার বিকোল গোমাংস ও মদ
Hrithik Roshan Event Beef Alcohol Controversy: ৬ এপ্রিল আমেরিকার হিউস্টনে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বলি অভিনেতা হৃত্বিক রোশন। তাঁর US ট্যুর ঘিরে তুলকালাম। শোয়ের আয়োজকদের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ। মোটা টাকা খরচ করেও হৃত্বিকের সঙ্গে সেলফি তুলতে পারেননি অনেকেই। বাচ্চারা হৃত্বিকের সঙ্গে পারফর্ম করতে মঞ্চে উঠলে তাদের রীতিমতো ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়েছে। উত্তপ্ত পরিস্থিতিতে ঘৃতাহুতি দিল অনুষ্ঠানের ভিডিও। রামনবমী উপলক্ষে প্রবাসীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যার নাম 'রঙ্গোৎসব'। হোলি উদযাপন করতেই এই আয়োজন করেছিলেন। কিন্তু, তাল কাটল অন্যত্র। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে হৃত্বিকের অনুষ্ঠানে রয়েছে দেদার বিক্রি হচ্ছে গোমাংসের সিঙ্গারা আর মদ।
বিবেক বনসল নামের এক ব্যক্তি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই শোরগোল। রামনবনীর দিনে গোমাংস-মদ!! রাগের পারদ চড়ার নেপথ্যে রয়েছে মদ-গোমাংস নিয়ে রঙ্গোৎসব পালনের আবহে ব্যাকগ্রাউন্ডে বাজছে রামভজন। হিন্দুদের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। রামনবমীর মোড়কে এই ধরনের উদযাপনে ক্ষিপ্ত আমজনতা। বিবেক বনসাল এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, 'রামনবমীর মতো পবিত্র দিনে রঙ্গোৎসবের নামে মার্কিন মুলুকে হৃত্বিকের অনুষ্ঠানে মদ-গোমাংসের বন্দোবস্ত।'
It is nothing short of outrageous that on the sacred occasion of Sri Ram Navami, Hrithik Roshan’s shows in the U.S. reportedly featured liquor-fueled gatherings and even a beef party—disgracefully masked as Holi celebrations.
— Vivek Bansal (@ivivekbansal) April 10, 2025
To make matters worse, these events allegedly… pic.twitter.com/A3r6E1MhRs
এখানেই শেষ নয় তিনি আরও জানিয়েছেন ওইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের ইভেন্ট ম্যানেজার রেহান সিদ্দিকি। যাকে ২০২০ সাল থেকে ভারত সরকার নিষিদ্ধ করেছে। এমন ভারতবিদ্বেষী মানুষের সঙ্গে হৃত্বিকের সঙ্গে কারা জনসংযোগ ঘটিয়েছে সেই নিয়েও উঠছে প্রশ্ন। তবে অনুষ্ঠান ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি। তবে রেহান সিদ্দিকির উপস্থিতি ভারতীয় সংস্কৃতিতে কলুসিত করছে বলেও মত প্রকাশ করেছেন বনসল।
হৃত্বিকের পরবর্তী ছবি ওয়ার ২। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে Jr NTR, কিয়ারা আডবাণীকে। দীপিকার পরবর্তে এবার থাকছেন সিদ্ধার্থ ঘরণী। চলতি বছরের ১৪ অগাস্ট সিলভার স্ক্রিনে মুক্তি পাবে বলিউডের এই নতুন ছবি। এছাড়াও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন গ্রীক গড। আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন কৃষ ৪-এর পরিচালনার দায়িত্বভার নিজের কাঁধে নিয়েছেন হৃত্বিক।