War 2 review : স্টাইল আছে, কিন্তু গল্পে নেই স্পার্ক- কেমন হল 'ওয়ার ২'?

'ওয়ার ২'- অয়ন মুখার্জির পরিচালনায়, এতটাই নিস্তেজ যে দর্শক বোর হয়ে পড়বে। কেবল শেষের ঝলকে কিছু প্রাণ ছিল। একদিকে কবির-বিক্রমের সম্ভাব্য প্রত্যাবর্তন...

'ওয়ার ২'- অয়ন মুখার্জির পরিচালনায়, এতটাই নিস্তেজ যে দর্শক বোর হয়ে পড়বে। কেবল শেষের ঝলকে কিছু প্রাণ ছিল। একদিকে কবির-বিক্রমের সম্ভাব্য প্রত্যাবর্তন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
war

কেমন হল এই ছবি?

'গুপ্তচর' কবির ফিরে এসেছে, আর এবার তার মিশন আরও বড়। সম্ভবত তার জীবনের সবচেয়ে কঠিন মিশন। পিতা-সম পরামর্শদাতা কর্নেল লুথরার সতর্কবাণীই যেন ভবিষ্যদ্বাণী হয়ে দাঁড়াল।

Advertisment

তবে, এক্ষেত্রে কঠিনই নয়, দর্শকদের পর্দায় আটকে রাখাটা এখানে কার্যত অসম্ভব। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে- YRF স্পাই ইউনিভার্সের ষষ্ঠ কিস্তি ওয়ার ২ এক ঝলমলে অথচ বিরক্তিকর স্নুজ-ফেস্ট ছাড়া আর কিছু নয়। শুরুতেই, জাপানের দোজো-স্টাইল প্রাসাদে কবিরের প্রবেশ, আর পোশাক পরা অসংখ্য অতিরিক্ত চরিত্র…সবকিছু যেন অত্যধিক চোখ ধাঁধানো, তবে ভিতরে ফাঁপা। দৃশ্যটা হাই-অকটেন হওয়ার কথা, কিন্তু নতুন কিছু খুঁজে পাওয়া গেল না।

এটা হৃতিক রোশনের দোষ নয়। ২০১৯ সালের ওয়ার-এর পর ফিরে এসে এজেন্ট কবির হিসেবে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু চিত্রনাট্য এমন খেলো, যে একটিও দৃশ্য দর্শককে চমকে দিতে পারে নি। তরবারি-চালিত যোদ্ধা দৃশ্য, ক্রাউচিং টাইগার আর কিল বিল-এর অনুকরণ, কম্পিউটার-নির্মিত কুকুর সরাসরি জন উইক-এর কথা মনে করিয়ে দেয়। আর কবির-বিক্রম (এনটিআর জুনিয়র) নাচের দৃশ্য যেন প্রথম ওয়ার-এর টাইগার শ্রফ-হৃতিক জুটিরই প্রতিধ্বনি।

Advertisment

এনটিআর জুনিয়র সিক্যুয়েলে সমান স্ক্রিন-টাইম পেলেও, ‘নাটু নাটু’-র জাদু এখানে নেই। হৃতিক সবসময়ের মতোই এনার্জেটিক, কিন্তু জুটির কেমিস্ট্রি বিস্ময়করভাবে ফিকে। সবচেয়ে বড় সমস্যা, গল্পে অতিরিক্ত মেলোড্রামা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আকাশ, সমুদ্র, তুষার—সব পেরিয়ে ‘কল্কি’ নামের জল-মাথাওয়ালা ভিলেনের মোকাবিলা, যে একসঙ্গে পাকিস্তান, চীন, বাংলাদেশসহ একাধিক দেশের হয়ে কাজ করছে। যেন পুরো ভূরাজনীতি এক ছবিতে গুঁজে দেওয়া হয়েছে।

এনটিআর জুনিয়রের অ্যাকশন ভঙ্গি মনে করিয়ে দেয় RRR-এর রাম চরণকে। কিয়ারা আদভানি, সেনা অফিসার কাব্যার ভূমিকায়, গল্পে কিছু মশলা যোগ করার চেষ্টা করেছেন, কিন্তু পুরুষ-প্রধান প্লটে তার অবদান সীমিত। অনিল কাপুর অ্যাকশন-সুটে ফিট, কিন্তু তার মেশিনগান-পিঠের দৃশ্য সরাসরি অ্যানিমেল-এর কথা মনে করায়। প্রথম ওয়ার খুব আহামরি না হলেও, সেখানে কিছু সতেজতা ছিল। হৃতিকের সোনালী চুল, ব্রোঞ্জ টোনে রোদঝলমলে দৃশ্য, পরিচালক সিদ্ধার্থ আনন্দ পাঠান-এ স্পুফি আর অ্যাকশনের মধ্যে ভারসাম্য তৈরি করেছিলেন।

কিন্তু 'ওয়ার ২'- অয়ন মুখার্জির পরিচালনায়, এতটাই নিস্তেজ যে দর্শক বোর হয়ে পড়বে। কেবল শেষের ঝলকে কিছু প্রাণ ছিল। একদিকে কবির-বিক্রমের সম্ভাব্য প্রত্যাবর্তন, অন্যদিকে ববি দেওল–আলিয়া ভাটের আলফা-র টিজার। হয়তো ওটাই আসল মজা দেবে। 

  • ওয়ার ২ সিনেমার কাস্ট: হৃতিক রোশন, এনটিআর জুনিয়র, কিয়ারা আদভানি, আশুতোষ রানা, অনিল কাপুর, বরুণ বাদোলা
  • পরিচালক: অয়ন মুখার্জি
  • রেটিংঃ ১.৫/৫ 
Entertainment News Entertainment News Today