পুনিত মলহোত্রার পার্টিতে উপস্থিত জাহ্নবী, সোনাক্ষী,করণ জোহররা

বি-টাউনের তারকাদের এদিন দেখা গেল পুনিত মলহোত্রার বাড়িতে। জাহ্নবী কাপুর, খুশি কাপুর, করণ জোহর, পরিণীতি চোপড়া, বাদশা, ইমরান খানদের দেখা মিলল পার্টিতে।

বি-টাউনের তারকাদের এদিন দেখা গেল পুনিত মলহোত্রার বাড়িতে। জাহ্নবী কাপুর, খুশি কাপুর, করণ জোহর, পরিণীতি চোপড়া, বাদশা, ইমরান খানদের দেখা মিলল পার্টিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পুনিত মলহোত্রার বাড়িতে চাঁদের হাট।

স্টুডেন্ট অফ দ্য ইয়ারের সিক্যুয়েল স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু-ছবির পরিচালক পুনিত মলহোত্রা। শনিবার একটি হাউস পার্টির আয়োজন করেছিলেন এই পরিচালক। ঘটনাচক্রে পুনিতের ভাইপো বলিউডের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রা।

Advertisment

বি-টাউনের তারকাদের এদিন দেখা গেল পুনিত মলহোত্রার বাড়িতে। জাহ্নবী কাপুর, খুশি কাপুর, করণ জোহর, পরিণীতি চোপড়া, বাদশা, ফারহা খান,বাণী কাপুর, মোহিত রায়না ইমরান খানদের দেখা মিলল পার্টিতে।

publive-image অনন্যা পাণ্ডে বলিউডে ডেবিউ করছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার টুযের মাধ্যমেই। (Source: Varinder Chawla)

publive-image মোহিত রায়না সদ্য কাজ করছেন উরি ছবিতে। তাকেও দেখা গেল পার্টিতে। অনন্যা পাণ্ডে বলিউডে ডেবিউ করছেন স্টুডেন্ট অফ দ্য ইয়ার টুযের মাধ্যমেই। (Source: Varinder Chawla)

Advertisment

publive-image নুসরৎ বারুচাও ছিলেন সেখানে। (Source: Varinder Chawla)

publive-image ফারহা খানকেও ঢুকতে দেখা গেল পার্টিতে। (Source: Varinder Chawla)

publive-image প্রযোজক-পরিচালক করণ জোহর উপস্থিত হলেন প্লেবয় টি-শার্ট পড়ে। (Source: Varinder Chawla)

publive-image পরিণীতি চোপড়া এলেন বাদশার সঙ্গে। (Source: Varinder Chawla)

publive-image সোনাক্ষী সিনহাকে দেখা গেল পুনিত মলহোত্রার পার্টিতে। (Source: Varinder Chawla)

publive-image সঞ্চালক পুনিত চোপড়াও ধরা দিলেন ক্যামেরায়। (Source: Varinder Chawla)

publive-image কাপুর বোনেরা হাজির হলেন একসঙ্গে। (Source: Varinder Chawla)

publive-image পরিণীতি চোপড়া এলেন বাদশার সঙ্গে। (Source: Varinder Chawla)

আই হেট লাফ স্টোরিজ পরিচালনা করে বলিউডে অভিষেক হয়েছিল পুনিতের। ছবির চিত্রনাট্যও লিখেছিলেন নিজেই। গোরি তেরি প্যায় মে ছবির পরিচালকও তিনি। পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করার আগে কভি খুশি কভি গম, কাল হো না হো, পহেলী এবং দোস্তানার মতো ছবিতে সহকারি পরিচালকের কাজ করেছেন পুনিত।

টাইগার শ্রফ, তারা সুতারিয়া ও অনন্যা পাণ্ডেকে নিয়ে এবার স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু তৈরি করছেন তিনি। ২০১৯ এর ১০ মে মুক্তি পাবে এই সিক্যুয়েল।

Read the full story in English