Javed Akhtar: মুসলিম মৌলবাদের বিরুদ্ধে কথা বলে খুনের হুমকি পেয়েছি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি এই দাবি করেন জাভেদ আখতার। তালিবানের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ এবং সঙ্ঘ অধীনস্ত সংগঠনের তুলনা টেনে সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন আখতার। সেই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করতে সরব হয়েছিলেন এই প্রবীণ গীতিকার। তাঁর দাবি, ‘মুসলিম মৌলবাদী এবং হিন্দু কট্টরবাদী, দুজনের বিরুদ্ধে আমি বলেছি। বরং মুসলিমদের বিরুদ্ধে বলায় আমাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল।‘
সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘গোটা বিশ্বে হিন্দুরা অত্যন্ত নম্র এবং সহনশীল। কিন্তু আফগানিস্তানের তালিবানরা খোলা ময়দান পেয়ে গিয়েছে। এদিকে ভারতের ধর্মনিরপেক্ষতা আইন এবং সংবিধান দ্বারা সুরক্ষিত।‘ জাভেদ আখতার জানান, ভারত কখনও আফগানিস্তান হবে না। কারণ ভারতীয়রা চরিত্রগত ভাবে কট্টরপন্থী নয়। তাঁরা সবসময় রাস্তার মাঝখান দিয়ে চলতে পছন্দ করে।‘
সঙ্ঘ স্বীকৃত সংগঠন নিয়ে আমার আগের বক্তব্যেই আমি সহমত। এই দাবি করে আখতার বলেন, ‘মানুষের মধ্যে যারা বিভেদ তৈরি করে তাঁদের আমি ঘর বিরোধী। আর যারা এই ধরনের বিভেদের বিরুদ্ধে, তাঁদের পাশে আমি সবসময় আছি। তালিবান এবং দক্ষিণপন্থী কট্টরবাদীদের মধ্যে একাধিক মিল রয়েছে।‘
কেন তিনি এই মিল খুঁজে পেয়েছেন? সেই প্রসঙ্গে জাভেদ আখতার বলেন, ‘তালিবানরা ইসলামিক সরকার গড়তে চায় আর হিন্দু কট্টরবাদীরা হিন্দু রাষ্ট্র গড়তে চায়।‘ প্রবীণ এই গীতিকারের অভিযোগ, ‘তালিবান চায় মহিলা অধিকার খর্ব করতে। তাঁদেরকে নিয়ন্ত্রণ করতে চায়। হিন্দু দক্ষিণপন্থীরা মহিলাদের স্বাধীনতা পছন্দ করে না। ইউপি, গুজরাত, কর্নাটকে কোনও যুগল একান্তে বসলে তাঁদের উপর নির্যাতন হয়।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন