দিন কয়েক ধরেই সইফ আলি খান অভিনীত ‘তাণ্ডব’ (Tandav) নিয়ে বিজেপি শিবির তুলকালাম শুরু করেছে। এই একই অভিযোগে বিদ্ধ হয়েছিল অনুষ্কা শর্মা প্রযোজিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ও। এবার আরও এক ওয়েব সিরিজের জন্য রোষানলে পড়ল ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম। হিন্দুধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে খ্যাতনামা ওয়েব সিরিজ ‘মির্জাপুর’কে (Mirzapur)। যার জল ইতিমধ্যেই গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। আপত্তি উঠেছিল মীরা নায়ারের 'আ স্যুইটেবল বয়' নিয়েও। যাবতীয় বিতর্কের জেরে এবার সিনেমার পর ওয়েব সিরিজেও সেন্সরশিপ আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।
যৌনতা, রক্তারক্তি.. যাবতীয় বিষয়ে এযাবৎকাল ছাড় পেতেন ওয়েব সিরিজ নির্মাতারা। তবে এবার যে সেই স্বাধীনতা ছেঁটে ফেলতে চলেছে কেন্দ্রীয় সরকার, তা বলাই বাহুল্য। নয়া আইন প্রণয়ন হতে চলেছে। এপ্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, "ওটিটি প্ল্যাটফর্মের বেশ কিছু সিরিজ নিয়ে আমরা বহু অভিযোগ পেয়েছি। ওয়েব প্ল্যাটফর্মে যে ছবি কিংবা সিরিজ মুক্তি পায়, তা প্রেস কাউন্সিল আইন, কেবল টেলিভিশন নেটওয়ার্ক (রেগুলেশন) আইন কিংবা সেন্সর বোর্ডের আওতায় পড়ে না। তবে এধরনের বিতর্ক যাতে ভবিষ্যতে এড়ানো যায়, তার জন্য আমরা শীঘ্রই নতুন গাইডলাইন আনব।"