Advertisment

Saif-Ibrahim: পার্টিতে বুঁদ 'নবাব বেগম' করিনা, গাড়ি না পেয়ে রক্তাক্ত সইফকে নিয়ে অটোয় চেপে হাসপাতালে ইব্রাহিম

Saif-Ibrahim: শরীর দিয়ে ঝরছে রক্ত। সেই অবস্থাতেই সইফকে নিয়ে হাসপাতালে পৌঁছলেন ইব্রাহিম। অন্যদিকে গার্লস পার্টি সেরে মাঝরাতে বাড়ি ফেরেন করিনা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cdffg

রক্তাক্ত সইফকে নিয়ে অটোয় চেপে হাসপাতালে ইব্রাহিম

Saif-Ibrahim Auto Rickshow: বৃহস্পতিবার প্রায় ভোর রাতে ৫৪ বছরের সইফ আলি খানের বান্দ্রার ফ্ল্যাটে ডাকাতির ঘটনায় চারিদিকে শোরগোল। কী ভাবে কড়া নিরাপত্তা পেরিয়ে ১২ তলার উপরে উঠল দুষ্কৃতি? সেই প্রশ্নের উত্তর খুঁজছে মুম্বই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান চুরির উদ্দেশেই তারকা পরিবারে ঢোকার চেষ্টা করে হামলাকারী।

Advertisment

আচমকা জেহ-র ঘরে ঢুকে পরতেই চিৎকার করে ওঠেন ন্যানি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন সইফ। ছোট্ট ছেলেকে বাঁচাতে দুষ্কৃতির সঙ্গে লড়াই করেন অভিনেতা। তখনই ছুরিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় বাবাকে অটোতে নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ছোটেন ইব্রাহিম। নবাব পরিবারে কঠিন সময়ে গাড়ির অভাব! 

সেই সময় কোনও গাড়ি পায়নি খান পরিবার। তাই সময় নষ্ট না করে অটো করেই আহত বাবাকে নিয়ে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন 'স্টার কিড' ইব্রাহিম আলি খান। সইফের ছুরিকাঘাতের ঘটনার পর নবাব বেগম করিনা কাপুর খানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যায় অটো রিক্সার সামনে দাঁড়িয়ে বেবো। আর কর্মীদের সঙ্গে কথা বলছেন। করিনার মুভমেন্টেই বোঝা যাচ্ছিল তিনি কতটা উদ্বেগের মধ্যে রয়েছেন। 

Advertisment

তদন্ত নেমে মুম্বই পুলিশ যে সিসিটিভি ফুটেজ পেয়েছে সেখানে ঘটনার দু-ঘণ্টার আগে কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। তাই অনুমান আগে থেকেই বিল্ডিংয়ে ঢুকে গা ঢাকা দিয়ে ছিল দুষ্কৃতি। কারও সাহায্য ছাড়া যে এই কাজ সম্ভব নয় সেই বিষয়ের উপরও আলোকপাত করেছে মুম্বই পুলিশ। মনে করা হচ্ছে, সরষের মধ্যেই হয়ত ভূত রয়েছে! ছোটে নবাবের এই বিপদের আগে কোথায় ছিলেন বেগম করিনা কাপুর খান? ঘটনার কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছিলেন বেবো। করিনা তো প্রায়ই গার্লং গ্যাংয়ের সঙ্গে পার্টি করেন। 

এই দিনও পার্টি মুডে ছিলেন সইফ ঘরণী। করিশ্মা কাপুর,  সোনম কাপুর, রেহা কাপুরের সঙ্গে 'গার্লস নাইট' এনজয় করেছেন বেবো। সেই ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সইফ ঘরণী। বাড়ি ফিরতেই এই বিপদ! সংবাদসংস্থা IANS-এর রিপোর্ট মোতাবেক, সইফের ঘাড়, বুক আর শিরদাঁড়ায় চোট লেগেছে। 

Ibrahim Ali Khan saif ali khan Kareena Kapoor Khan bollywood actress Bollywood Actor Bollywood Couple Bollywood Celeb Home
Advertisment