Ibrahim Ali Khan: ইব্রাহিমের মুখে জয় শ্রী রাম ধ্বনি! ভিক্ষুকরা টাকা চাইলে বাবাকে ফোন করতে কেন বললেন সইফ পুত্র?

Ibrahim-Saif: সইফ পুত্র ইব্রাহিমের লেটেস্ট ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জয় শ্রী রাম উচ্চারণ করলেন নবাব পুত্র। ভিক্ষুকদের কেন বললেন তাঁর বাবাকে ফোন করতে?

Ibrahim-Saif: সইফ পুত্র ইব্রাহিমের লেটেস্ট ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জয় শ্রী রাম উচ্চারণ করলেন নবাব পুত্র। ভিক্ষুকদের কেন বললেন তাঁর বাবাকে ফোন করতে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Fhh

ভিক্ষুকরা টাকা চাইলে বাবাকে ফোন করতে কেন বললেন সইফ পুত্র?

Ibrahim Jai Shree Ram: পলক তিওয়ারির সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চায় রয়েছেন সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান। ঘরের বাইরে পা রাখলেই সেলেব পাপারাৎজ্জিরা মুখিয়ে থাকেন লেন্সবন্দি করতে। নিয়ম মেনে প্রতিদিন সকালে জিমে শরীরচর্চা করতে যান সইফ পুত্র। সেই সময় ছবি শিকারিদের ক্যামেরাবন্দি হন ইব্রাহিম।

Advertisment

১৪ ডিসেম্বর, শনিবারও এর ব্যতিক্রম ঘটেনি। সেই চেনা ছবিই ধরা পড়ল প্যাপেদের ক্যামেরায়। গাড়ির ভিতরে বসেই হাসি মুখে পোজ দিয়েছেন ইব্রাহিম। সঙ্গে 'জয় শ্রী রাম' ধ্বনি। ইব্রাহিমের এহেন আচরণ সকলের মন ছুঁয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের থেকেও প্রশংসা কুড়িয়েছেন নবাব পুত্র।    

Advertisment

সমাজমাধ্যমের পেজে একটি ক্লিপ দ্রুত গতিতে ভাইরাল হয়েছে। যেখানে গাড়ির ভিতর কালো শর্টস আর জ্যাকেট পরে বসে রয়েছেন ইব্রাহিম। আর কাচের বাইরে থেকে ভিক্ষুকরা তাঁর থেকে ভিক্ষা চাইছে। কিন্তু, নগদ টাকা ছিল না স্টাকর কিডের কাছে।

পাঁচ টাকা প্রসঙ্গে ইব্রাহিমকে তাঁরা খোঁচা মেরে বলেন, 'পাঁচ টাকা দিয়ে কী হবে সাহেব'? ইব্রাহিমের সাফ জবাব, 'কী বলি বলো তো? পাঁচ টাকায় কিছু হয় না কিন্তু, হওয়া তো উচিত। আমার বাবাকে ফোন কর। জয় শ্রী রাম।' 

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। এক ভিক্ষুককে 'ম্যাডাম' সম্বোধন করে ইব্রাহিম বলেছেন 'লাভ ইউ ম্যাডাম'। নেটনাগরিকদের একাংশ ইব্রাহিমের ভুয়োশি প্রশংসা করেছেন। কেউ আবার ভিক্ষুদের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, 'কেন ওরা সবসময় টাকা চায়?'  অপর এক নেটিজেন আবার মন্তব্য করেছেন, 'ভাই এটা সত্যিই অন্যরকম'। 

সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি লেখেন, 'ওকে তো একেবারে টাপুরির মতো দেখতে লাগছে।' জিমের বাইরে প্রতিদিন প্যাপেদের ক্যামেরা দেখে খানিক বিরক্তও হয়েছেন ইব্রাহিম আলি খান। কড়া সুরে বলেছেন, 'একটা দিন তো ছেড়ে দিতে পারেন'।

পাপারাৎজ্জিদেরও সাফ জবাব, 'না ছাড়ব না।' সম্প্রতি আলিয়া কাশ্যপের ককটেল পার্টিতে নজর কেড়েছিলেন সইফ পুত্র ইব্রাহিম আলি খান। সেখানে স্টার কিডকে ছুঁতেই রেগে আগুন ইব্রাহিম। স্টার স্টাডেড ওই পার্টিতে ছিলেন খুশি কাপুর, ওরি সহ আরও অনেকেই। 

আরও পড়ুন: বিবাহ অভিযানের বর্ষপূর্তি, বিয়ের প্রথম জন্মদিনে দর্শনাকে আদুরে শুভেচ্ছা সৌরভের

bollywood movie Ibrahim Ali Khan saif ali khan Bollywood News Bollywood Actor