New Update
/indian-express-bangla/media/media_files/2024/11/16/j606CGKuARhvb40zXulm.jpg)
পলক-ইব্রাহিমের রোম্যান্টিক 'ডেট-নাইট'
Ibrahim-Palak Romance : ইব্রাহিমের সঙ্গে পলক তিওয়ারির সম্পর্কের কানাঘুষো অনেকদিনের। এবার মালদ্বীপ ভ্যাকশন থেকে ভাইরাল পলক-ইব্রাহিমের রোম্যান্টিক 'ডেট-নাইট'।
পলক-ইব্রাহিমের রোম্যান্টিক 'ডেট-নাইট'
Ibrahim Propose To Palak : সইফ পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির প্রেমচর্চাটা বেশ অনেক দিনের। মুম্বইয়ের রাস্তায় বেশ কয়েকবার সেলেব পাপারাৎজ্জিদের লেন্সবন্দি হয়েছেন। এছাড়াও বেশ কিছু ইভেন্টেও যুগলের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি মালদ্বীপ থেকে দুজনেই ছবি শেয়ার করেন।
তবে কেউই একসঙ্গে ছবি পোস্ট করেননি। তবে একই জায়গা থেকে দুজনের ছবি দেখে নেটনাগরিকরা দুইয়ে দুইয়ে চার করে ফেলেন। এবার সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিও। মালদ্বীপে রোম্যন্টিক মুডে ধরা দিয়েছেন চর্চিত কাপল। ফুল দিয়ে সাজানো হৃদয় আর মোমবাতির আলোতে সাগরপাড়ে পলকের কাছে প্রেমের ইস্তেহার করলেন ইব্রাহিম!
এই ভিডিও ভাইরাল হতেই ইব্রাহিম-পলকের সম্পর্কের কানাঘুষোয় যেন পরোক্ষভাবে সিলমোহর পড়ল। যদিও সম্পর্ক নিয়ে দুজনেই একেবারে স্পকিটি নট। মালদ্বীপ থেকে পোস্ট করা লেটেস্ট ছবিতে বিকিনিতে হট অবতারে ক্যামেরায় পোজ দিয়েছেন পলক। কখনও মালদ্বীপে সমুদ্রের নীচে স্কুবায় মজেছেন তো কখনও আবার জলের নীচ থেকে ছবি পোস্ট করেছেন পলত তিওয়ারি। মালদ্বীপে হট অ্যান্ড বোল্ড অবতারে দশ গোল দিয়েছেন পলক।
পলক যখন মালদ্বীপ থেকে ছবি পোস্ট করছেন তখন নিজের প্রোফাইল থেকে ছবি পোস্ট করছেন ইব্রাহিম আলি খানও। প্রেমচর্চার মাঝেই একই জায়গা থেকে দুজনের ছবি তাঁদের প্রেমের গু়্জনকে উসকে দিল বই কী। ঘুরতে গিয়ে ডায়েটকে গুডবাই করেছেন দুজনেই।
মন খুলে সাগরপাড়ে খাওয়ায় মজে ছিলেন পলক তিওয়ারি। বিকিনি পরে সাগরে ঝাপ তো কখনও আবার স্কুবা। হলিডে মুডের প্রতিটি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্বেতা কন্যা। ইব্রাহিম-পলক কবে তাঁদের সম্পর্কে সিলমোহর দেন সেই অপক্ষায় জুটির ভক্তরা।
আরও পড়ুন : কালো বিকিনিতে পলক-লাজুক হাসি ইব্রাহিমের! প্রেমচর্চার মাঝে ভাইরাল মালদ্বীপ ভ্যাকেশনের ছবি